দিলীপ ঘোষকে কটাক্ষ তৃণমূলের কীর্তি আজাদের

Written by SNS March 31, 2024 1:38 pm

নিজস্ব প্রতিনিধি– মহিষাসুরের সঙ্গে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের তুলনা টানলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কীর্তি আজ়াদ৷ এমনকি, ‘মানসিক রোগী’ বলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কটাক্ষ করলেন৷ যা নিয়ে নতুন তরজা শুরু হল৷

শনিবার প্রচারে বেরিয়ে পূর্ব বর্ধমানের কামনাড়ার গৌর কালীবাড়ি মন্দিরে পুজো দেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ৷ সেখানে পুরোহিতের কাছে আশীর্বাদ চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে তিনি বলেন, ‘‘মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারি৷ বহিরাগতরা যেন জামাকাপড় খুলে রেখে চলে যায়৷’’ এ নিয়ে শোরগোলের মধ্যেই শনিবার বর্ধমান-দুর্গাপুর লোকসভার মন্তেশ্বরে প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি ‘কলিযুগের মহিষাসুর’ বলে কটাক্ষ করলেন দিলীপকে৷ তাঁর কথায়, “এমন মহিষাসুরকে বিজেপির লোক হাসপাতালে পাঠাক৷ না পাঠালে আমরা তৃণমূল কর্মীরা চাঁদা তুলে হাসপাতালে ওঁর চিকিৎসা করাব৷’’ কীর্তি আরও বলেন, ‘‘মমতাদিদির তৃণমূলের টিম ওই মহিষাসুরকে ভোটে হারিয়ে বধ করবে৷’’ উল্লেখ্য, গলসির কোলকোল গ্রামে শুক্রবার প্রচারে গিয়ে কীর্তি বলেছিলেন, ‘‘দিলীপ ঘোষ এমন এক জন ব্যক্তি, যাঁর সমাজে কোনও জায়গা নেই৷ উনি মা দুর্গা এবং মমতাদিদিকে অপমান করেন৷ মহিলাদের উনি অপমান করেন৷ দিলীপ ঘোষ এবং আরএসএস মহিলাদের সম্মান করতে জানেন না৷’’ পাশাপাশি, দিলীপকে ২ লক্ষ ৪০ হাজার ভোটে হারবেন বলে তাঁর লক্ষ্যমাত্রা জানিয়েছেন কীর্তি৷ শনিবার আবারও সেই কথা বলে দিলীপকে মহিষাসুরের সঙ্গে তুলনা করেন তৃণমূল প্রার্থী৷ এ নিয়ে বিজেপি নেতা মৃতু্যঞ্জয় চন্দ্রের মন্তব্য, ‘‘তৃণমূল নেতারা বাংলার নারীদের অসম্মান করেন৷ বর্ধমান-দুর্গাপুর লোকসভার মা দুর্গারূপী মহিলা ভোটাররা চিনিয়ে দেবেন, কে আসল মহিষাসুর৷” পাল্টা রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘উনি (দিলীপ ঘোষ) খারাপ খারাপ কথা বলে বাংলার মানুষকে অসম্মান করে চলেছেন৷’’