সৌম্যর অপসারণে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি— নির্বাচন কমিশন আইপিএস সৌম্য রায়কে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সৌম্য রায় কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) পদে ছিলেন৷ তিনি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী৷ সেই তাঁকে মঙ্গলবার কমিশন তাঁর পদ থেকে সরানোয় রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী৷ জলপাইগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ বিধায়ক হলে তাঁর স্বামী অফিসার থাকতে পারবেন না? এটা কোন খাতায় লেখা আছে? আমি কমিশন নিয়ে কোনও কথা বলব না, আমি সুবিচারের কথা বলব৷ ইডি, সিবিআই, আয়কর দফতর যা করছে, তা মানা যায় না৷ বিজেপির মন্ত্রীদের বিরুদ্ধে তো কত কেস? কতগুলি ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? নির্বাচন প্রক্রিয়া থেকে কেন্দ্রের ক’জন আধিকারিককে সরানো হয়েছে?’ এভাবেই ক্ষোভ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী৷ এখানেই থেমে না থেকে মমতা আরও বলেন, ‘আপনি চিকিৎসক, আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে পারবেন না? স্ত্রী অধ্যাপক হলে তাঁর স্বামী ভোটে দাঁড়াতে পারবেন না? এ কেমন কথা? সৌম্য তো আইপিএসে চাকরি পেয়েছে বিয়ে করার অনেক আগে৷ বিজেপি যা বলবে, তাই করতে হবে? এটা তো রাজ্যের ভোট নয়, তাহলে রাজ্যের অফিসারকে কেন সরানো হচ্ছে?’