রাজ্যকে না জানিয়ে একের পর এক মামলায় সিবিআইয়ের এক্তিয়ার নিয়ে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

Written by SNS May 9, 2024 12:01 pm

নিজস্ব প্রতিনিধি— দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ে এক্তিয়ার নিযে প্রশ্ন তুলে মামলা দায়ের করল রাজ্য৷ রাজ্যের অভিযোগ, ‘রাজ্যকে না জানিয়ে একের পর এক মামলা করছে সিবিআই৷’ এভাবে রাজ্যকে অন্ধকারে রেখে মামলা করা যায় না বলে বুধবার শীর্ষ আদালতে দাবি করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল৷ নিজেদের দাবির সপক্ষে রাজ্য সুপ্রিম কোর্টে ১৬ টি মামলার তালিকাও তুলে ধরে বলে জানা যাচ্ছে৷ রাজ্যের অভিযোগ, ‘এ ব্যাপারে রাজ্যকে না জানিয়ে মামলা করেছে সিবিআই৷’ পাল্টা হিসেবে সিবিআইয়ের তরফে আইনজীবী তুষার মেহেতা আদালতকে জানান, ‘স্বতন্ত্রভাবে মামলা করার অধিকার রয়েছে সিবিআইয়ের৷ এর ফলে রাজ্যের আনা অভিযোগ ভিত্তিহীন৷’ উভয়পক্ষের সওয়াল জবাবের শেষে রায়দান অবশ্য স্থগিত রেখেছে শীর্ষ আদালত৷

সূত্রে প্রকাশ, গ্রীষ্মকালীন ছুটির পরই এব্যাপারে চূড়ান্ত রায়দান করতে পারে সুপ্রিম কোর্ট৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি-সহ রাজ্যের বেশ কয়েকটি দুর্নীতির তদন্ত করছে সিবিআই৷ তারই কয়েকটির ক্ষেত্রে রাজ্যকে না জানিয়ে সিবিআই শীর্ষ আদালতে গিয়ে একতরফাভাবে মামলা দায়ের করছে বলে রাজ্যের অভিযোগ৷ রাজ্যের দাবি ‘এক্ষেত্রে মামলা করতে হলে রাজ্যকে জানানোর নিয়ম রয়েছে৷ কিন্ত্ত কেন্দ্রীয় এজেন্সি তা মানছে না৷ ফলে বহুক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের সুযোগও থাকছে না রাজ্যের৷’ রাজ্যের আরও দাবি, ২০১৮ সালে রাজ্য বিধানসভায় প্রস্তাব পাস করে কেন্দ্রীয় এজেন্সিকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করে নেওয়া হয়েছিল৷ কিন্ত্ত তারপরও একতরফাভাবে মামলা দায়ের করে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি৷ শুনানি পর্ব চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা আবার পাল্টা অভিযোগ তোলেন রাজ্য সরকারের বিরুদ্ধে৷ রাজ্যের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘তথ্য গোপন ও আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে৷’ সলিসিটর জেনারেল যুক্তি দেখান,‘যে মামলায় হাইকোর্ট থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছেন সেই মামলাও সুপ্রিম কোর্টে নথিভুক্ত করা হয়েছে রাজ্যের তরফে৷’

পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে করা রাজ্যের এই মামলার আইনি বৈধতা নিয়েও শীর্ষ আদালতে প্রশ্ন তুলেছেন তুষার মেহতা৷ সলিসিটর জেনারেল আদালতে যুক্তি দেখান, ‘সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো সংস্থাগুলি হল স্বশাসিত সংস্থা৷ এক্ষেত্রে কেন্দ্রের বিরুদ্ধে দায়ের করা মামলার আইনি বৈধতা নেই৷ এই যুক্তিতেই সুপ্রিম কোর্টের মামলা খারিজ করা উচিত৷ দীর্ঘ দিন ধরে শুনানি পর এবার সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ রায়দান স্থগিত রাখল৷ রায়দানের দিকে তাকিয়ে অনেকেই৷