ফের তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

অভিষেক রায়, খড়গপুর, ২৬ এপ্রিল– রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূল কংগ্রেসকে জঙ্গি সংগঠন ঘোষণা করার দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এদিন খড়গপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন, সন্দেশখালিতে আরডিএক্স সহ যে নানা ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি করছি এবং তৃণমূল কংগ্রেসকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করার দাবিও রাখছি৷ কয়েকজন পুলিশ আধিকারিককেও গ্রেফতারের দাবি জানান শুভেন্দু৷ তিনি বলেন, ইডি, সিবিআই, এনএসজি দেখা হয়ে গেল এবার শুধু আর্মি দেখার অপেক্ষা৷

জনসভার বক্তব্যেও পুলিশকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু৷ তিনি বলেন, বিজেপির লড়াইটা মমতা পুলিশের সঙ্গে বিজেপির৷ বিজেপি নেতাদের থানায় ডেকে পাঠিয়ে তৃণমূলে যোগদানের জন্য হুমকি দেওয়া হচ্ছে৷ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থানায় বসে মেটানো হচ্ছে, আমাদের কাছে সব খবর আছে৷ খড়গপুরে মিস্টার পাল বলে এক আইসি আছেন তাঁকে সাবধান করে দিতে চাই, সময় থাকতে শুধরে যান৷ ২০০৯ সালে হম্বিতম্বি করা অনেক আইসি’র ২০১১-এ ক্ষমতা পরিবর্তনের পর কী অবস্থা হয়েছে তা দেখেছি৷ এদিন তৃণমূল ছেডে় বিজেপিতে যোগ দেন ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মুকেশ হুমনে এবং প্রাক্তন ২ তৃণমূল কাউন্সিলর জগদম্বা গুপ্তা ও শর্মিষ্ঠা সিং৷