সল্টলেকে সেলফি জোন অভিনব উপায়ে ভোটাধিকারের বার্তা দিল মহকুমা প্রশাসন

Written by SNS April 27, 2024 2:19 pm

নিজস্ব প্রতিনিধি— ভোটাধিকার ভারতবাসীর মৌলিক অধিকার, এই বার্তাই জেলা নির্বাচন দফতর ও বিধাননগর মহকুমা প্রশাসনের তরফ থেকে দেওয়া হলো অভিনব উপায়ে৷ লিফলেট বিলি, জনস্বার্থে প্রচার এসব তো আছেই পাশাপাশি সল্টলেক সিটি সেন্টারের সামনে করা হলো একটি সেলফি জোন৷ বিলি করা লিফলেটের মাধ্যমে দেওয়া হচ্ছে একাধিক ভোটাধিকার সংক্রান্ত বার্তা৷ হেল্পলাইন নম্বর থেকে ভোটদানের জন্য প্রয়োজনীয় পরিচয়পত্র গুলি কী, সে সব বিষয়েই বিশদে বর্ণিত হয় লিফলেটে৷ শুক্রবার ফিতে কেটে সল্টলেকের সেলফি জোন উদ্বোধন করেন বিধাননগর মহকুমা শাসক সুমন পোদ্দার৷ পাশাপাশি নির্বাচনের যে লিফলেট বা কাট আউট গুলো রয়েছে সেখানে ব্যবহার করা হয় বাগদা চিংডি়র ছবি৷

তবে এই লিফলেট বা কাট আউটে কেন বাগদা চিংডি়র ছবি? আসলে বাগদা চিংডি় হলো উত্তর ২৪ পরগনা জেলার ইলেকশন ম্যাসকট৷ প্রত্যেক জেলার তার নিজস্ব ইউনিক আইডিয়াকে ব্যবহার করা হচ্ছে নির্বাচনের সতর্কবার্তা প্রদানে৷ উত্তর ২৪ পরগনা জেলায় অনেক বাগদা চিংডি় চাষ হয় সেই কারণেই এই জেলার ইলেকশন ম্যাসকট হিসেবে ব্যবহূত হচ্ছে বাগদা চিংডি়র ছবি৷ এই বিষয়ে বিধাননগর মহকুমা শাসক সুমন পোদ্দার জানান, পশ্চিমবঙ্গে ভোটদানের হার অত্যন্ত বেশি হলেও বিধাননগর এলাকায় ভোটদানের হার গোটা রাজ্যের তুলনায় কম৷ সেই কারণেই জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের তরফ থেকে মানুষজনের কাছে আরও বেশি করে নির্বাচনী ও ভোটাধিকারের বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ৷ বিশেষ করে ইয়ং ভোটারদের উৎসাহিত করতেই গৃহীত হয়েছে এই উদ্যোগ৷ নিজ ভোটাধিকার সংক্রান্ত নানা ধরনের প্রশ্ন থাকতে পারে নতুন ভোটারদের মনে৷ সেই প্রশ্নগুলিরই উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে৷ উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরেই জেলা নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনের তরফ থেকে চলছে জেলা এসভিইইপি কার্যক্রম৷ কখনও মহকুমা শাসক নির্বাচনী সংক্রান্ত বার্তা দিতে পৌঁছে গেছেন বৃদ্ধ মানুষের বাড়িতে, আবার কখনও অনুষ্ঠান করে ভোটাধিকারের বার্তা দেওয়া হয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের৷ এবার সেলফি জোন করে এবং লিফলেট বিলি করেই দেওয়া হলো সেই বার্তা৷ বর্তমানে এই কার্যক্রমের সফলতা তুঙ্গে৷