• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সঞ্জয় আসল দোষী নয় বিস্ফোরক মন্তব্য নিহত চিকিৎসেকর মায়ের

মুখ্যমন্ত্রীকে বলেছি সঞ্জয় আসল দোষী নয়

ফাইল চিত্র

মৃত চিকিৎসকের মা শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মৃত চিকিৎসকের মা বলেন, ‘মুখ্যমন্ত্রীকে বলেছি সঞ্জয় আসল দোষী নয়। ভেতরের কেউ নিশ্চয় এর মধ্যে আছে।’ এখানেই থেমে না থেকে মৃত চিকিৎসকের মা আরও অভিযোগ করেন, ‘পুলিশের পায়ে ধরে বলেছিলাম মেয়েটাকে একবার দেখান কিন্তু পুলিশ কথা শোনেনি। কিন্তু পুলিশের একটাই কথা তদন্ত চলছে। পুলিশ গাড়িটা ভাঙার চেষ্টা করছিল। বললাম গাড়িটা মেয়ের খুব প্রিয় দয়া করে ভাঙবেন না। কিন্তু শোনেনি। প্রমাণ লোপাট করার জন্য করা হয়েছিল কিনা জানি না। এই অভিশপ্ত দিন যেন কারও না আসে।’ মেয়ের মৃত্যুর খবর কিভাবে জানলেন? সাংবাদিকের প্রশ্নের উত্তরে মৃতার মা জানান, অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপারের নাম করে একজন বলেন, ‘আপনার মেয়ে আত্মহত্যা করেছে।’ মেয়ের মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারছে না মায়ের মন। মেয়ের কথা উঠতেই কেঁদে ফেলছেন তিনি। তাঁর একটাই আর্তি, ‘যারা এই জঘন্য অপরাধ করেছে তাদের সবার যেন শাস্তি হয়। কোনও মায়ের যেন আমার মতো কোল খালি না হয়।’

Advertisement

Advertisement