• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

প্রকাশ্যে ভুয়ো তথ্য, ১০০ জনকে নোটিশ কলকাতার পুলিশের

আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুন কাণ্ডে ভুয়ো তথ্য প্রচারের অভিযোগে ১০০ জনকে নোটিশ পাঠালো কলকাতা পুলিশ। প্রসঙ্গত গত শুক্রবার রাতে ধর্ষণ করে খুন করা হয় আরজিকর হাসপাতালের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের পড়ুয়া চিকিৎসককে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে অহরহ ঘুরছে একাধিক বিভ্রান্তিকর তথ্য। কখনও ভাইরাল হচ্ছে অডিও, আবার কখনও প্রকাশ্যে আসছে নির্যাতিতা মহিলার ছবিও। যা নিয়ে

আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুন কাণ্ডে ভুয়ো তথ্য প্রচারের অভিযোগে ১০০ জনকে নোটিশ পাঠালো কলকাতা পুলিশ। প্রসঙ্গত গত শুক্রবার রাতে ধর্ষণ করে খুন করা হয় আরজিকর হাসপাতালের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের পড়ুয়া চিকিৎসককে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে অহরহ ঘুরছে একাধিক বিভ্রান্তিকর তথ্য। কখনও ভাইরাল হচ্ছে অডিও, আবার কখনও প্রকাশ্যে আসছে নির্যাতিতা মহিলার ছবিও। যা নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল মহিলা কমিশন।

অন্যদিকে শুক্রবার কলকাতায় প্রতিবাদ মিছিল থেকে ভুয়ো প্রচারের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, এআই ব্যবহার করে গলা তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগের চব্বিশ ঘন্টার মধ্যেই ১০০ জনকে আইনি নোটিশ পাঠালো কলকাতা পুলিশ। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে প্রথম থেকেই প্রকাশ্যে এসেছে একাধিক অভিযোগ। যার বেশিরভাগই মিথ্যে এবং বিভ্রান্তিমূলক বলে দাবি কলকাতা পুলিশের। সেই প্রসঙ্গে শুক্রবার লালবাজারে সাংবাদিক সম্মেলন করে নগরপাল বিনীত গোয়েল সাধারণ মানুষকে ভুয়ো তথ্য এড়িয়ে চলার পরামর্শ দেন।