পৃথিবীর কোনও শক্তি দেশে সিএএ চালু হওয়া আটকাতে পারবে না: রাজনাথ

Written by SNS April 21, 2024 7:10 pm

কলকাতা, ২১ এপ্রিল: রাজ্যজুড়ে চলা তীব্র দাবদাহের মধ্যে ভোট প্রচারে এসে বাংলার রাজনৈতিক উত্তাপ যথেষ্ট বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি সিএএ থেকে শুরু করে রাজ্যের একাধিক বিষয়ে রাজ্য সরকার ও মমতাকে কাঠগড়ায় তোলেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কার্যত রাজ্যের শাসকদল তৃণমূলের রক্তচাপ বাড়িয়ে দেন রাজনাথ। পাশাপাশি তিনি দাবি করেন, এবারের লোকসভা ভোটে বিজেপি এরাজ্যে ৩০টির বেশি আসন পাবে।

সিএএ চালু হওয়ার পর মমতা লোকসভার ভোট প্রচারে দুদিন আগে মুর্শিদাবাদে এসে জানিয়ে দেন, তাঁর জীবন থাকতে রাজ্যে সিএএ, এনআরসি চালু হতে দেবেন না। আজ সেই মুর্শিদাবাদে এসেই মুখ্যমন্ত্রীর সেই রাজনৈতিক অবস্থানের মুখে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী। আজ, রবিবার মুর্শিদাবাদের জলঙ্গির নরসিংহপুর কিশোর সঙ্ঘ ক্লাব ময়দানে প্রচারে আসেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে প্রচারে এসে রাজনাথ চড়া গলায় বলেন, পৃথিবীর কোনও শক্তি নেই দেশে সিএএ চালু হওয়া আটকাতে পারে।

তিনি এদিন মুর্শিদাবাদে এসে কংগ্রেসের বিরুদ্ধে কোনও আক্রমণ না করলেও শুরু থেকেই মমতাকে তীব্র ভাষায় আক্রমণ করেন। রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হন। তিনি বলেন, ‘‘বহু বরেণ্য ব্যক্তির জন্মভূমি এই বাংলা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেই এখানে গুন্ডাদের রাজত্ব চালু হয়েছে। ভাল লোকেরা এখানে ভয়ে ভয়ে থাকতে বাধ্য হচ্ছেন। পুরো বাংলায় এখন অরাজকতার পরিবেশ বিরাজ করছে।’’ তিনি অভিযোগ করেন, এই রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের নাম পাল্টে দেওয়া হচ্ছে। কেন্দ্র যে আর্থিক সহায়তা পাঠাচ্ছে তা-ও ঠিকমতো খরচ করা হচ্ছে না বলে অভিযোগ করেন।

এদিনের জনসভায় খোলাখুলি মমতাকে রাজনাথের প্রশ্ন, ‘‘আপনার নামই তো ‘মমতা’। তা হলে আপনি জনতার দুঃখ দেখতে পান না কেন? আপনার স্বভাব, ব্যবহারে ‘মমতা’ নষ্ট হয়ে গিয়েছে।’’

তাঁর বক্তব্যের মাঝে উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গও। এদিন রাজনাথ বলেন, ‘‘এই রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও সন্দেশখালির মতো ঘটনা ঘটে। গোটা দেশের লোক সন্দেশখালির ঘটনা শুনে লজ্জিত! এই রাজ্যে কোনও আইনের শাসন নেই। এখানে গুন্ডা-দুষ্কৃতীদের দাপাদাপি দেখতে পাওয়া যায়। এই রাজ্যে বিজেপি সরকারে এলে দেখি কার ক্ষমতা হয় সন্দেশখালির মতো ঘটনা ঘটানোর।’’

এদিন সিএএ প্রসঙ্গে রাজনাথ বলেন, ‘‘যারা ধর্মের জন্য বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশে অত্যাচারিত হয়েছেন, তাঁদের এই দেশে নাগরিকত্ব দেওয়ার জন্য আমরা একটি আইন করেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তা-ও চালু করতে দেবেন না। আমি বলে যেতে চাই, মমতাদি আপনার বিদায় নিশ্চিত। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসছে। আমরা নাগরিকত্ব আইন চালু করবই। পৃথিবীর কোনও শক্তি নাগরিকত্ব আইন আটকাতে পারবে না।’’

তবে এতসবের পরেও আজও এনআরসি নিয়ে সরব হন মমতা। আজ কুমারগঞ্জে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের প্রচারে এসে মমতা বলেন, ‘NRC করার অধিকার আমার রাজ্য সরকারের আছে। আমি যদি করতে না দিই, কারও ক্ষমতা নেই করার। আমি করতে দেব না’।