নীতীশই মুখ্যমন্ত্রী হবেন: সুশীল মােদি

বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি'র সিনিয়র নেতা সুশীল মােদি। (Photo: Kuntal Chakrabarty/IANS)

মুখ্যমন্ত্রী পদের দাবিদার হওয়ার গুজবকে নস্যাৎ করে দিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি’র সিনিয়র নেতা সুশীল মােদি। তিনি এক সাক্ষাৎকারে বলেন, এনডিএ জোট ভােটে জিতে ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব ফের নীতীশ কুমারের হাতেই দেওয়া হবে। যদি এক্ষেত্রে বিজেপি আসন বেশিও পায়, তাহলেও মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার।

বিহারে ক্ষমতায় ফিরলে তিনি মুখ্যমন্ত্রী পদের দাবি জানাতে পারেন শুধু নয়, প্রয়ােজনে এলজেপি’র সঙ্গেও বিজেপি হাত মেলাতে পারে কি-প্রশ্নের উত্তরে উপমুখ্যমন্ত্রী সুশীল মােদি স্পষ্ট করে দেন, ‘বিহার ভােটে এনডিএ জোট ক্ষমতায় ফিরলে নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হবেন– এ ব্যাপারে কোনও সংশয় নেই। হাতে গােনা কয়েকটি সংবাদ মাধ্যম এধরনের খবর ছাড়াচ্ছে। সম্পূর্ণ গুজব। মুখ্যমন্ত্রী পদের জন্য কেন্দ্রে এনডিএ শরিক লােকজন শক্তি পার্টির সঙ্গে ভারতীয় জনতা পার্টি হাত মেলানাের কোনও প্রশ্ন নেই। কেননা, প্রত্যেকে জানেন, বিহারে এনডিএ জোটে এলজেপি নেই। বিহারে এনডিএ’র দুই শরিক দল একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে।’ 

পাশাপাশি তিনি বলেন, ‘এলজেপি কটা আসন পেতে পারে। তাতে জেডিই’য়ের সামান্য ক্ষতি হলেও বিজেপি’র চিন্তার কোনও কারণ নেই।’ তিন দফায় বিহার ভােট হবে— ২৮ অক্টোর, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর। 


পাশাপাশি, তিনি বলেন, ‘এনডিএ’র ভােট কাটার পরিকল্পনায় এলজেপি’কে বলির পাঁঠা করা হয়েছে। নেপথ্যে কোনও বড় মাথা রয়েছে। তবে কারুর নাম করব না। আমিও নির্বাচনী জনসভায় বলেছি যে, এলজেপি’কে ভােট দিয়ে ভােট নষ্ট করবেন না। ওরা বেশি কিছু করতে পারবে না। শুধু এনডিএ’র ভােট কাটবে। জেডিইউ বা ভারতীয় জনতা পার্টি যত আসনে জিতুক না কেন– সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়। নীতীশই মুখ্যমন্ত্রী হবেন।’