ইমরানকে আউট করতে নওয়াজ-বিলাবলের জোটই আবার পাকিস্তানের ক্ষমতায়!

Written by SNS February 10, 2024 5:30 pm

একেই বলে রাজনীতি৷ এক সময় চরম শত্রু সম্পর্ক হলেও রাজনীতির সুবিধা পাওয়ার প্রশ্ন উঠতেই এখানে সবাই পরম বন্ধু৷ বর্তমানে পাকিস্তানের রাজনীতি তার সব থেকে বড় প্রমাণ৷ ভোটগণনার ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও৷ তার আগেই হাত মেলানোর কথা ঘোষণা করল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)৷

পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে এখন মোট আসন ৩৩৬৷ কিন্ত্ত তার মধ্যে সরাসরি ভোট হওয়ার কথা ছিল ২৬৬টি আসনে৷ কিন্ত্ত এক প্রার্থীর মৃতু্যর কারণে ২৬৫টি আসনে ভোট হয়েছে৷ বাকি ৭০টি আসন মহিলা এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত রয়েছে৷ এর মধ্যে মহিলাদের জন্য ৬০ এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ১০টি আসন৷

প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারির জোট গড়ায় পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পাবেন তাঁরা৷ বিলাবলের বাবা তথা প্রাক্তন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং শরিফ শুক্রবার রাতে ভোটগণনার প্রবণতার আঁচ মেলার পরেই বৈঠকে বসেছিলেন৷ শনিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে দু’দল ভোট-পরবর্তী জোটের ঘোষণা করেছে৷

তবে বিলাবল-জারদারির জোট নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মত ভোটের ফল গড়াচ্ছে ইমরানের দিকে৷ ভোটে শেষ পর্যন্ত জয় না পেলে ইমরানকে ঠেকাতে পাক সেনা শরিফ-ভুট্টো জোট গড়তে তৎপরতা দেখাবে বলে আঁচ দিয়েছিল পাক সংবাদমাধ্যমের একাংশও৷ কার্যত তা সত্যি হতে চলেছে৷ একদা প্রবল প্রতিপক্ষ পিএমএলএন এবং পিপিপি অবশ্য বছর দু’য়েক আগেই কাছাকাছি এসেছিল৷ ২০২২ সালে এপ্রিলে ন্যাশনাল অ্যাসেম্বলিতে গরিষ্ঠতা হারিয়ে ইমরান সরকারের পতনের পরে জোট সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন নওয়াজের ভাই শাহবাজ৷ ভুট্টো ছিলেন সেই সরকারের বিদেশমন্ত্রীর পদে৷

পাক সংবিধান অনুযায়ী সরাসরি ভোটে যে দল যে সংখ্যক আসনে জয় পাবে, সেই অনুপাতে ওই সংরক্ষিত আসনগুলিতে প্রতিনিধি ঠিক করে দলগুলি৷ যদিও এই সংরক্ষিত আসনগুলির উপর সরকার গঠন নির্ভর করে না৷ সেই হিসাব হবে সংরক্ষিত বাদ দিয়ে ২৬৫টি আসনের মধ্যে৷ এখনও পর্যন্ত পিএমএলএন ৭১ এবং পিপিপি ৫৩টিতে জিতেছে৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত নির্দলেরা ৯১ এবং নির্দল ও অন্যেরা এখনও পর্যন্ত ৩৫ আসনে জয়ী হয়েছে৷ অর্থাৎ, সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে জোট৷

পাক নির্বাচন কমিশন ‘রাজনৈতিক দল’ হিসাবে পিটিআই-এর স্বীকৃতি বাতিল করায় তারা সরাসরি ভোটের ময়দানে নেই৷ কিন্ত্ত ইমরানের দলের অনেক নেতাই ‘নির্দল’ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ফল বলছে, এখনও পর্যন্ত ন্যাশনাল অ্যাসেম্বলিতে জয়ী প্রার্থীদের মধ্যে নির্দলেরাই সংখ্যাগরিষ্ঠ৷ তা ছাড়া, খাইবার-পাখতুনখোয়ার আওয়ানি ন্যাশনাল পার্টি, সিন্ধের মুত্তাহিদা কওমি মুভমেন্ট এবং কয়েকটি বালুচ সংগঠনের সমর্থনও ইমরানের অনুগামীদের দিকে থাকতে পারে৷
একদিনকে নওয়াজ-বিলাবলের জোট ঘোষণা, অন্যদিকে, ইমরানের বিজয় উৎসব৷ বিজয় উৎসব, বলা কেননা দু’টি ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত জেলবন্দি ইমরান শনিবার সকালে সমাজমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) সাহায্যে ‘বিজয়ভাষণ’ দেন৷ বলেন, ‘‘নওয়াজ শরিফের ‘লন্ডন পরিকল্পনা’ ব্যর্থ হয়েছে৷ পাকিস্তানের জনতা আমাদের বিপুল ভাবে সমর্থন করেছেন৷’ এর পরেই জনতার উদ্দেশে তাঁর আবেদন, ‘আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন৷ এ বার তা রক্ষার দায় আপনাদেরই৷’ বিশ্বকাপ জয়ী প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক সরাসরি কিছু না বললেও তাঁর টিমের অভিযোগ, শেষ বেলায় পরিস্থিতি প্রতিকূল বুঝে শরিফ-সমর্থক পাক সেনা বেশ কিছু আসনে ভোটে ফল বদলে দিতে সক্রিয় হবে৷