• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অধিবেশনের মাঝেই টিকাকরণ নিয়ে সর্বদল বৈঠক করবেন মােদি

সংসদ ভবনে করােনার টিকাকরণ নীতি নিয়ে বিরােধী দলগুলির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে আলােচনা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo: IANS)

সংসদ ভবনে করােনার টিকাকরণ নীতি নিয়ে বিরােধী দলগুলির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে আলােচনা হবে। কিন্তু সংসদের বাদল অধিবেশন চলাকালীন কেন আলাদা করে সর্বদল বৈঠক ডাকা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল।

সােমবার জানানাে হয়, জাতীয় টিকাকরণ নীতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় সংসদের অ্যানেক্স ভবনে এই বৈঠক হবে। কোভিড টিকা সংগ্রহ এবং দেশজুড়ে টিকাকরণ কর্মসুচির অগ্রগতির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হবে কেন্দ্রের তরফে।

Advertisement

কিন্তু এই বৈঠক অধিবেশনের মধ্যেই কেন ডাকা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়ান। তাঁর কথায়, বিষয়টি নিয়ে লােকসভা এবং রাজ্যসভায় আলােচনা করা উচিত। সংসদে যখন কোনও অধিবেশন চলে, তখন বাইরে আলােচনার কী প্রয়ােজন?

Advertisement

Advertisement