ফিরহাদের বাড়ি গিয়ে মেয়েকে অভয় দিলেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: IANS)

বৃহস্পতিবার নবান্ন থেকে বাড়ি ফেরার পথে হঠাৎই চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির ভেতরে না ঢুকে বাইরে দাঁড়িয়েই জেল হেফাজতে থাকা পরিবহণ মন্ত্রীর পরিবারকে ভরসা দিলেন।

ফিহাদের বড় মেয়ে এবং স্ত্রী বাড়ি না থাকলেও মেজ মেয়ে সাৰ্বা হাকিমের সঙ্গে কথা বলেন মমতা বলেন, এটা পলিটিক্যাল ফাইট। একদম ভয় পাবে না। আমি আছি, মনে জোর রেখাে। এদিন দুপুরেই নবান্নের সাংবাদিক সম্মেলনে অতিমারী পরিস্থিতিতে কলকাতার পুর প্রশাসক হিসেবে ববি (ফিরহাদ) হাকিমের কাজের প্রশংসা করেন মমতা।

বলেন, ববি নিজে অনেক কাজ করে। ওদের টিম সারাক্ষণ রাস্তায় নেমে কাজ করে। কোভিশিল্ড যখন বাংলায় এল, তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্রায়াল দিয়েছিল ছেলেটা। ওকে, সুব্রতদাকে আটকে রাখা হয়েছে। অনেকটা সময় কেটে গেল, ববি-সুব্রতদারা এই অতিমারীতে কাজটা করতে পারছেন না।