বিচার হবে জনতার আদালতে: মমতা

Written by Subhash Pal April 6, 2024 12:15 pm

‘হোম মিনিস্টার’ থেকে প্রাক্তন বিচারপতি

নিজস্ব প্রতিনিধি — কোচবিহারের সভা থেকে বৃহস্পতিবারই তৃণমূল সরকারকে সন্দেশখালি ইসু্যতে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুক্রবার আলিপুরদুয়ারের সভা থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও নিশানা করে মমতা বলেন, এবার জনগণের আদালতে বিচার হবে৷

চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি ইসু্যটি তৃণমূলকে যথেষ্ট বিপাকে ফেলেছে৷ সন্দেশখালির নারী নির্যাতন প্রসঙ্গ নিয়ে বৃহস্পতিবার নরেন্দ্র মোদি বলেছিলেন সন্দেশখালির জন্য তৃণমূলকে ভুগতে হবে৷ পাল্টা জবাবে মমতা বললেন, সন্দেশখালিতে কেউ মারা যায়নি৷ আমরা ওখানে ব্যবস্থা নিয়েছি৷ যার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে৷ কিন্ত্ত যখন হাথরস জ্বলছিল, তখন কোথায় ছিলেন নরেন্দ্র মোদি? তৃণমূল নেত্রী এদিন প্রশ্ন তোলেন, তোমরা কেন গুণ্ডাকে ‘হোম মিনিস্টার’ রেখেছ? আমরা যদি শাহজাহান, আরাবুলকে ধরতে পারি, তাহলে তোমরা হোম মিনিস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারো না?

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়৷ নাম না করলেও অনেকের মনে প্রশ্ন জাগে, হোম মিনিস্টার বলতে কি অমিত শাহকে নিশানা করলেন মমতা? স্থানীয় তৃণমূল নেতাদের অবশ্য বক্তব্য, হোম মিনিস্টার বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককেই বোঝাতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো৷ বৃহস্পতিবারও তিনি কোচবিহারের সভা থেকে নিশীথ প্রামাণিককে আক্রমণ করেছিলেন মমতা৷
শুক্রবার অলিপুরদুয়ারে সেখানকার তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইকের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী৷ তৃণমূলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়মের পাল্টা বিজেপিকে উদ্দেশ করে বলেন, তোমরা হিসেব দাও উত্তরপ্রদশে, গুজরাতে, মুম্বইয়ে কত দুর্নীতি হয়েছে৷ বাংলায় যতগুলো কেস হয়েছিল, আমরা ব্যবস্থা নিয়েছি৷ কিন্ত্ত তোমরা কী করেছ? ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ কর৷ কীভাবে দেশের টাকা লুট করে নীরব মোদিরা পালিয়ে গেলেন, সেই প্রশ্ন তুলেও বিজেপির বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

শুক্রবার আলিপুরদুয়ারের জনসভা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, অনেকের চাকরি খেয়েছেন, এবার জনগণের আদালতে বিচার হবে৷

বাংলায় বিচাপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বিরুদ্ধে একের পর এক রায় দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তাঁর রায়ে চাকরি গিয়েছিল অনেকের৷ একই সঙ্গে অনেক চাকরিপ্রার্থী তাঁকে ভগবান বলে মানতে শুরু করেছিল৷ এদিন তাঁকেও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেত্রী৷

একসময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদে ইস্তফা দিলে তৃণমূল অভিযোগ করেছিল, দুর্নীতি মামলায় উদ্দেশ্যপ্রণোদিত হয়ে রায় দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বিচারপতির পদে থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে কোনও বিরূপ মন্তব্য করেননি তৃণমূল নেত্রী৷ কিন্ত্ত অভিজিৎবাবু বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বাক্যবাণে বিদ্ধ করেন৷
শুক্রবার আলিপুরদুয়ারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একজন বিচারপতি চেয়ারে বসে কী করলেন দেখলেন? এখন তৃণমূলের বিরুদ্ধে গালাগালি দিয়ে বেড়াচ্ছে৷ আমি ওঁর বিরুদ্ধে একজন ছাত্রনেতাকে দাঁড় করিয়েছি৷ এদিন নাম না করে মমতা অভিজিৎকে বার্তা দিয়েছেন, আপনি অনেকের চাকরি খেয়েছেন, এবার আপনার চাকরি খাবে জনগণ৷