বিধানসভার কমিটিতে ঠাই আইএসএফের একমাত্র বিধায়কের

সংযুক্ত মাের্চার তরফে একমাত্র বিধায়ক হয়েছেন আইএসএফ দলের নওসাদউদ্দিন সিদ্দিকী। শাসক ও বিরােধী পক্ষের তরফে বিভিন্ন কমিটির সদস্যদের তালিকা তৈরি হয়েছিল।

Written by SNS Kolkata | June 24, 2021 4:28 pm

আব্বাস সিদ্দিকি (File Photo: IANS)

সংযুক্ত মাের্চার তরফে একমাত্র বিধায়ক হয়েছেন আইএসএফ দলের নওসাদউদ্দিন সিদ্দিকী। শাসক ও বিরােধী পক্ষের তরফে বিভিন্ন কমিটির সদস্যদের তালিকা তৈরি হয়েছিল।

কিন্তু নওসাদ একাই বিধায়ক হওয়ায় তাঁর নাম সুপারিশ হয়নি কোনও জায়গা থেকে, শেষ পর্যন্ত স্পিকারের অনুরােধ মেনে মঙ্গলবার বিজেপি সংখ্যালঘু বিধায়ক -সহ দু’টি স্থায়ী কমিটির সদস্যপদ ভাঙড়ের বিধায়ক নওসাদের জন্য ছেড়ে দিতে রাজি হয়েছে।

প্রসঙ্গত, অতীতে বিরােধী দলনেতা সিপিএমের সূর্যকান্ত মিশ্র সেই সময়ে বিজেপির একমাত্র বিধায়ক শমীক ভট্টাচার্যকে জায়গা করে দিয়েছিলেন বিধানসভার কমিটিতে। তাতে সিলমােহর দিয়েছিলেন স্পিকার।