নির্বাচন চলাকালীন স্টেট ইউনিভার্সিটিকে সমাবর্তন বন্ধ রাখার নির্দেশ রাজ্যপালের

Written by Subhash Pal April 25, 2024 2:42 pm

নিজস্ব প্রতিনিধি– যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার সমাবর্তন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হলো পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়কে৷ আগামী ২৬শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় নির্বাচন৷ ঠিক তার পরের দিনই অর্থাৎ ২৭শে এপ্রিল পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল৷ অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল৷ তবে শেষ মুহূর্তে পিছিয়ে দিতে হলো বিশ্ববিদ্যালয়কে৷ ফলে আক্ষেপের সুর ছাত্রছাত্রীদের কণ্ঠে৷ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের তরফ থেকে ভোটের মাঝে সমাবর্তন অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দেওয়া হলো৷

সমাবর্তন অনুষ্ঠান থেকে পড়ুয়াদের হাতে ডিগ্রি পাওয়ার কথা ছিল৷ আচার্য হিসেবে রাজ্যপাল সেই অনুষ্ঠান স্থগিত করে দেওয়ায় পড়ুয়া মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে৷ রাজভবনের তরফে বলা হয় লোকসভা ভোট শেষ না হওয়া পর্যন্ত এই অনুষ্ঠান করা যাবে না৷ এরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে সমাবর্তন৷ এ ব্যাপারে অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা শিক্ষা দফতরের তরফে এখনও কোন প্রতিক্রিয়া মেলেনি৷

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও রাজ্যপালের এমনই এক সিদ্ধান্তের কারণে সমস্যার সম্মুখীন হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ গত ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল৷ ঠিক তার আগের দিন সন্ধ্যেবেলায় তৎকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে সরিয়ে দেওয়া হয়েছিল৷ ফলে সমাবর্তন অনিশ্চিত হয়ে পডে়ছিল৷ পরে যদিও এই নির্দেশ উপেক্ষা করেই অনুষ্ঠিত হয়েছিল সমাবর্তন৷ এক্ষেত্রেও তার পুনরাবৃত্তি হবে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে৷ অতীতেও এক নয়, একাধিক বার দেখা গিয়েছে সমাবর্তনের আগে বিশ্ববিদ্যালয় গুলিকে সমস্যায় পড়তে হয় বিভিন্ন কারণে৷ আদতে এটি রাজ্য-রাজ্যপাল সংঘাতের বহিঃপ্রকাশ কিনা তা নিয়ে চিন্তিত শিক্ষামহল৷