রাজ্যসভায় কে যাচ্ছেন তৃণমূলের হয়ে, জল্পনা

এ রাজ্যের রাজ্যসভার একটি আসনে ভােট ৯ আগস্ট। এবার কে প্রার্থী হতে পালে তৃণমূলের হয়ে, তা নিয়ে জল্পনা বাড়ছে। অনেকেই চেষ্টা করছেন।

Written by SNS Delhi | July 19, 2021 12:21 pm

শত্রুঘ্ন সিনহা ,মানস ভুইয়া এবং যশবন্ত সিনহা (File Photo: IANS)

এ রাজ্যের রাজ্যসভার একটি আসনে ভােট ৯ আগস্ট। এবার কে প্রার্থী হতে পালে তৃণমূলের হয়ে, তা নিয়ে জল্পনা বাড়ছে। অনেকেই চেষ্টা করছেন। কিন্তু একটি মহল বলছে, এবার এই আসনের জন্য বাংলার বাইরের কোনও নেতাকে প্রার্থী রতে পারে তৃণমূল। এমন কোনও নেতা যার সর্বভারতীয় উচ্চতা রয়েছে রাজনীতিতে।

এক্ষেত্রে উঠে আসছে যশবন্ত সিনহার নাম। জল্পনার তালিকায় রয়েছেন শত্রুঘ্ন সিনহাও। যদিও তিনি এখনও সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যােগ দেননি। অন্যান্যবারের মতাে এবারও উঠে এসেছে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নাম।

তবে, শেষ পর্যন্ত এই আসনের জন্য কে প্রার্থী হন তা ঠিক করবেন তৃণমূল সুপ্রিমাে মমতা বন্দ্যোপাধ্যায়। দীনেশ ত্রিবেদী ইস্তফা দেওয়ায় রাজ্যসভার এই আসনটিতে ভােট অবশ্যাম্ভী হয়ে পড়ে।

অন্যদিকে মানস ভুইয়া বিধানসভা ভােটে জিতে মন্ত্রী হয়েছেন। তিনিও রাজ্যসভার সদস্যপদ ছেড়েছেন। কিন্তু সেই আসনে এখনও ভােটের দিনক্ষণ ঘােষণা করেনি কেন্দ্রীয় নির্বাচন কমিশন।