• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

কটাক্ষের জবাবে কুশল বিনিময়, সমাজমাধ্যমের পোস্টে পালটা চুম্বন  

দেবের আসন্ন ছবি ‘টেক্কা’র ট্রেলার মুক্তি অনুষ্ঠানে দেবকে দেখা গেল পুরনো মেজাজে। সেখানেই উপস্থিত হয়েছিলেন স্বয়ং কুণাল ঘোষ। সেদিন তাঁকে দেখেই দেব বলে ওঠেন, 'ও কুণালদা, ভাল আছেন?'

সাংসদ দেব বরাবরই সৌজন্য বিনিময়ে বিশ্বাসী, বিরোধীদের সঙ্গেও তাঁকে এগিয়ে গিয়ে হাত মেলাতে, আলিঙ্গন করতে, এমনকি কোনও বিরোধী নেতার কোনও কাজের প্রশংসা করতেও দেখা গেছে বিভিন্ন সময়ে। কিন্তু গত কয়েক দিন ধরে কুণাল ঘোষের সঙ্গে সমাজমাধ্যমে তাঁর বাদানুবাদ চলছিলো। তাঁরা একে অপরকে ‘টেক্কা’ দিচ্ছিলেন উত্তপ্ত বাক্যে।

শনিবার ছিল দেবের আসন্ন ছবি ‘টেক্কা’র ট্রেলার মুক্তি অনুষ্ঠানে দেবকে দেখা গেল পুরনো মেজাজে। সেখানেই উপস্থিত হয়েছিলেন স্বয়ং কুণাল ঘোষ। সেদিন তাঁকে দেখেই দেব বলে ওঠেন, ‘ও কুণালদা, ভাল আছেন?’ পরে দেবের সেই ভিডিও পোস্ট করে  নিজের ভাল থাকার কথাও জানিয়েছেন কুণাল। আর, এখানেই না থেমে কুণাল আবার ছবি নিয়ে পোস্ট করেন। আর এবার তার জবাবে সেই পোস্টে পাল্টা চুম্বন পাঠিয়েছেন দেব।