ভোটযুদ্ধ শুরু আজ

Written by SNS April 19, 2024 12:02 pm

কোচবিহার-জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে অশান্তি চায় না কমিশন

নিজস্ব প্রতিনিধি– আজ অর্থাৎ শুক্রবার সারা দেশে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে৷ প্রথম দফার নির্বাচনে এই রাজ্যে উত্তরবঙ্গের তিন আসন কোচবিহার, জলপাইগুডি় এবং আলিপুরদুয়ারে ভোট রয়েছে৷ গত লোকসভা নির্বাচনে তিনটি কেন্দ্রেই জয়লাভ করে বিজেপি৷ এবার বিজেপির থেকে এই তিনটি আসন ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন উত্তরবঙ্গ প্রচার করে গিয়েছেন, ঠিক তেমনই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তিন কেন্দ্রে জনসভা-রোড শো করেছেন শুক্রবার সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ৷ নির্বাচন চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত৷ এই তিনটি কেন্দ্রের জন্য মোট ২৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েন করা হয়েছে৷ এছাড়াও এই তিন কেন্দ্রের জন্য নির্বাচন কমিশন মোট ১০ হাজার কর্মী মোতায়েন করেছে৷ এর মধ্যে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীও রয়েছে৷ একনজরে দেখে নিন তিন হাইভোল্টেজ কেন্দ্রের খুঁটিনাটি৷ কোচবিহার কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৬৬ হাজার ৮৯৩ জন৷ এই কেন্দ্র থেকে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন – নিশীথ প্রামানিক (বিজেপি), জগদীশবর্মা বর্মা বসুনিয়া (তৃণমূল), পিয়া রায়চৌধুরী (কংগ্রেস), নীতিশচন্দ্র রায় (ফরওয়ার্ড ব্লক)৷ এই কেন্দ্রে ১১২ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ কোচবিহারের ২০৪৩টি বুথের মধ্যে ১৯৬টি বুথকে সংবেদনশীল হিসেবে ঘোষণা করেছে৷ আলিপুরদুয়ার কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৭২ হাজার ৮৭৭ জন৷ এই কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১১৷ উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন – মনোজ টিগগা (বিজেপি), প্রকাশ চিকবরাইক (তৃণমূল), মিলি ওঁরাও (আরএসপি)৷ এই কেন্দ্রে ৬৩ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ১৮৬৭টির মধ্যে ১৫৯টি বুথকে সংবেদনশীল হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ জলপাইগুডি় কেন্দ্রের মোট ভোটার ১৮ লক্ষ ৮৫ হাজার ৯৫০ জন৷ এই কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১২৷ উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন – জয়ন্ত রায় (বিজেপি), নির্মলচন্দ্র রায় (তৃণমূল), দেবরাজ বর্মন (সিপিএম)৷ এই কেন্দ্রে ৭৫ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ জলপাইগুডি় লোকসভা কেন্দ্রের ১৯০৪টি বুথের মধ্যে ৩৯১টি বুথকে সংবেদনশীল হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ লোকসভা নির্বাচনে গোটা দেশে ভোট দেবেন ৯৬.৮ কোটি ভোটার৷ ভোট ঘিরে বিশেষ ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷ ৮৫ বছরের বেশি বয়সি ভোটাররা বাডি় থেকেই ভোট দিতে পারছেন৷ তাঁদের বুথে যাওয়ার প্রয়োজন নেই৷ তীব্র গরমের কথা মাথায় রেখে পানীয় জল, শৌচালয়ে পাশাপাশি প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে অন্যান্য নূ্যনতম পরিষেবার ব্যবস্থা থাকবে৷ সন্ত্রাস-মোকাবিলায় প্রতি জেলায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থাকবে৷ কোনও অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷