দিল্লি নির্বাচনের ফলাফল : কেজরিওয়াল এগিয়ে; শুরুর ট্রেন্ডে বিজেপির থেকে অনেক এগিয়ে আপ

বুথ ফেরত সমিক্ষায় বলা হয়েছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদ্মি পার্টী ক্ষমতা বজায় রাখবে।

Written by SNS New Delhi | February 11, 2020 12:50 pm

অরবিন্দ কেজরিওয়াল (Photo: IANS)

১৮:২৬ । অরবিন্দ কেজরিওয়াল হনুমান মন্দিরে প্রার্থন করলেন।

১৬:১২ । বিশ্বাস নগরের বিজেপি প্রার্থী ওম প্রকাশ শর্মা ১৬৪৫৭ ভোটে জিতেছে। 

১৫:৪৮ । আম আদমি পার্টি ইতিমধ্যে ৫’টি আসনে জয়লাভ করেছে ও ৫৮’টি আসনে এগিয়ে। অন্যদিকে বিজেপি ৭’টি আসনে এগিয়ে।

১৫:১৬ । নির্বাচন কমিশনের ট্রেন্ডে আম আদমি পার্টি ৬৩ আসনে এগিয়ে আর বিজেপির আসন সংখ্যা এসে দাঁড়িয়েছে ৭’এ।

১৪:২০ । আপ নেতা ও দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া পটপরগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির রবি নেগির থেকে ৬৫৬ ভোটে এগিয়ে।

১৪:১০ । আম আদমি পার্টির মুখপাত্র সৌরভ ভারদ্বাজ গ্রেটার কৈলাস থেকে জিতেছেন। তিনি গ্রেটার কৈলাসের বর্তমান বিধায়ক।

১৪:০৫ । রাজিন্দর নগর থেকে জিতেছেন আপ’এর রাগভ চাড্ডা। আপ’এর নেতা ও কোষাধ্যক্ষ রাগভ চাড্ডা দলের অন্যতম যুব নেতা।

১৪:০০ । শালিমার বাগ আসনে জিতল আপ’এর বন্দনা কুমারি। বিজেপির রেখা গুপ্তা দ্বিতীয় স্থানে। 

১৩:৩৯ । মমতা বন্দ্যোপাধ্যায়, ডিএমকে’র এম কে স্ট্যালিন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন টুইট করে কেজরিওয়াল’কে অভিনন্দন জানিয়েছে।

১৩:৩৭ । দিল্লি নির্বাচনে আম আদমি পার্টির সাফল্যের জন্য বিভিন্ন রাজনৈতিক নেতারা অরবিন্দ কেজরিওয়াল’কে অভিনন্দন জানাচ্ছে।

১৩:৩৫ । আপ’এর জার্নাইল সিং তিলক নগর থেকে জিতেছে।

৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আজ।

দিল্লির ২১টি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলছে সকাল ৮টা থেকে।

৭০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে অন্তত ৩৬ আসনে জয়লাভ করতে হবে।

বুথ ফেরত সমিক্ষায় বলা হয়েছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদ্মি পার্টী ক্ষমতা বজায় রাখবে, গত বছরের থেকে বিজেপির আসন সংখ্যা বৃদ্ধি পাবে, কংগ্রেস আসন পেলেও দু’টোর বেশি পাবে না।

সব মিলিয়ে যা দারাচ্ছে তা হল আপ দ্বিতীওবারের জন্য দিল্লিরে ক্ষমতা দখল করল আর বিজেপি গতবারের তুলনায় বেশি আসন নিয়ে বিরোধী আসনে বসবে। কংগ্রেস যদি এক’জনও এমএলএ পাঠাতে পারে তাহলে সেটাই তাদের কাছে জয়।

দিল্লি নির্বাচনে রাত সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৬২.৫৯ শতাংশ, যা ২০১৫ সালের ৬৭.৫ শতাংশের তুলনায় ৫ শতাংশ কম। কিন্তু ২০১৯ লোকসভা নির্বাচনের তুলনায় তা ২ শতাংশ বেশি।

ওখলা নির্বাচনকেন্দ্র যার মধ্যে শাহিন বাগ পরে- যেখানে ৫০ দিনের বেশি সিএএ’র বিরুদ্ধে প্রতিবাদ চলছে-সেখানে ৫৮.৮ শতাংশ ভোট পড়েছে।

ত্রিপক্ষীয় নির্বাচনে বিজেপি আর আপ’র হয়ে নামকরা নেতারা সম্মুখ সমরে এসে প্রচার করেছ।

দিল্লি নির্বাচনের ৬৭২ জন প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থী ৭৯ (১২%) যা গতবার ছিল ৬৬ জন।

দিল্লিতে ১কোটি ৪৭লাখ ভোটার ভোটদান করেছে, যার মধ্যে ৬৬লাখ মহিলা ভোটার, ২০০,০০০ তরুণ ভোটার যাদের বয়স ১৮-১৯ বছর, ৬৯০ ভোটারের বয়স ১০০ বছর বা তাঁর থেকে বেশি।

২০১৫ দিল্লি বিধানসভা নির্বাচনে আপ জিতেছিল ৬৭ আসনে আর বিজেপির দখলে এসেছিল মাত্র তিনটি আসন।