ভগবানগোলা উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী অঞ্জু বেগম

Written by SNS April 8, 2024 1:24 pm

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর, ৭ এপ্রিল— লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ে ১০ মে মুর্শিদাবাদ জেলার দুটি লোকসভা কেন্দ্রের সঙ্গে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে৷ সেই কেন্দ্রে কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করল. রবিবার প্রকাশিত তালিকায় দেখা যায়, এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন ভগবানগোলা ২ ব্লক সভাপতি অঞ্জু বেগম৷ গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে সিপিএম প্রার্থী দিয়েছিল৷ সেই প্রার্থী লক্ষাধিক ভোটে পরাজিত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী ইদ্রিশ আলির কাছে৷ কয়েক মাস আগে ইদ্রিশ আলি প্রয়াত হওয়ায়, এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে৷ এই কেন্দ্রে কংগ্রেস-সিপিএমের জোট হবে, নাকি আলাদা আলাদাভাবে দুটি দল প্রার্থী দেবে, সেদিকে তাকিকে ছিল সবাই৷ অবশেষে এই কেন্দ্রে কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করায়, জোট যে হচ্ছে না সেটা পরিষ্কার৷ এবার সিপিএমও এই কেন্দ্রে প্রার্থী দেয় কিনা সেটাই দেখার বিষয়৷ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী করেছে দলের ভগবানগোলা ১ সভাপতি রেয়াত হোসেন সরকারকে৷ তিনি প্রচারও শুরু করেছেন. এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ভাস্কর ঘোষ৷ তিনিও প্রচার শুরু করেছেন৷ এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে আইএসএফ৷ তিনিও ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছেন৷