• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বউবাজার : বাডি় ভাঙার ঘটনায় দুই ইঞ্জিনিয়ারকে শো-কজ পুরসভার

নিজস্ব প্রতিনিধি— বৌবাজারে পুরনো বাডি় ভেঙে পড়ার ঘটনায় ২৪ ঘণ্টা কাটার আগেই সংশ্লিষ্ট দুই ইঞ্জিনিয়ারকে শো-কজ় করা হয়েছে কলকাতা পুরসভার তরফে৷ পাশাপাশি, ভেঙে পড়া বাডি়র পাশের বাডি়টির মালিককেও নোটিস দেওয়া হয়েছে৷ ওই বাডি় ভাঙার কাজ আপাতত স্থগিত রাখতে বলেছে পুরসভা৷ মঙ্গলবার সকালে বউবাজারের রামকানাই অধিকারী লেনের একটি পুরনো বাডি়র দেওয়াল সমেত ঘরের একাংশ আচমকা হুড়মুডি়য়ে

নিজস্ব প্রতিনিধি— বৌবাজারে পুরনো বাডি় ভেঙে পড়ার ঘটনায় ২৪ ঘণ্টা কাটার আগেই সংশ্লিষ্ট দুই ইঞ্জিনিয়ারকে শো-কজ় করা হয়েছে কলকাতা পুরসভার তরফে৷ পাশাপাশি, ভেঙে পড়া বাডি়র পাশের বাডি়টির মালিককেও নোটিস দেওয়া হয়েছে৷ ওই বাডি় ভাঙার কাজ আপাতত স্থগিত রাখতে বলেছে পুরসভা৷

মঙ্গলবার সকালে বউবাজারের রামকানাই অধিকারী লেনের একটি পুরনো বাডি়র দেওয়াল সমেত ঘরের একাংশ আচমকা হুড়মুডি়য়ে ভেঙে পডে়৷ ক্ষতিগ্রস্ত বাডি়র বাসিন্দাদের অভিযোগ, নিয়ম না মেনে পাশের বাডি়র প্রোমোটিংয়ের জন্যই মূল্য দিতে হয়েছে তাঁদের৷ ঘটনায় মঙ্গলবার রাতেই পদক্ষেপ করেছে পুরসভা৷ লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার এবং এমপ্যানেল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে শো-কজ় করা হয়েছে৷ নির্মাণ সংক্রান্ত কাজ তদারকির দায়িত্বে ছিলেন তাঁরা৷ পাশাপাশি, পাশের বাডি়র মালিককে নোটিস দিয়ে পুরসভার তরফে জানানো হয়েছে, আপাতত বাডি় ভাঙার কাজ স্থগিত রাখতে হবে৷ ক্ষতিগ্রস্ত বাডি়র বাসিন্দাদের ক্ষতিপূরণ দিতে হবে মালিককে৷ প্রতিবেশীদের কাছ থেকে সন্তোষজনক চিঠি পেলে তবেই আবার বাডি় ভেঙে প্রোমোটিংয়ের কাজ শুরু করা যাবে৷ বাডি়র প্রোমোটিংয়ের জন্য প্রতিবেশীদের কারও যাতে কোনও সমস্যা না হয়, সাধারণ পথচারীরা যাতে বিপদে না পডে়ন, তা নিশ্চিত করতে বলেছে পুরসভা৷ ভাঙা বাডি়র অংশ জাল দিয়ে ঘিরেও দিতে বলা হয়েছে৷

Advertisement

Advertisement

Advertisement