করোনামুক্ত হওয়ার পর বর্গভীমা মন্দিরে পুজো দিলেন মন্ত্রী শুভেন্দু

শুভেন্দু অধিকারী এআইটিসি (@SuvenduAdhika20/Twitter)

গত ২৪ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হন রাজ্যের অন্যতম মন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পর তিনি চিকিৎসকের পরামর্শ মতাে চিকিৎসাধিন থাকার পর তিনি এখন সম্পূর্ণ সুস্থ। সুস্থ হওয়ার পর শনিবার বিকেলে তমলুকের প্রাচীন বর্গভীমা মন্দিরে পুজো দিলেন। মন্দিরের সামনে থাকা অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেন মন্ত্রী।

শাসকদলের একাধিক নেতা- মন্ত্রীর পর কোভিড সংক্রমণে আক্রান্ত হন রাজ্যের অন্যতম মন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি কয়েকদিন আগে পরিবারের এক খুদে সদস্যেরও ধরা পড়ে। তার পর মন্ত্রীও পজিটিভ রিপোর্টি আসায় চিন্তিত হয়ে পড়ে অধিকারী পরিবার থেকে অনুগামীরা।

২৪ সেপ্টেম্বর দুপুরে তাঁর অ্যান্টিজেন টেস্ট করার পর প্রথম পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। তাই আরটি পিসিআর টেস্ট তথা সােয়াব টেস্ট করা হয়। তাতেও রিপাের্ট আসে পজিটিভ। মন্ত্রী সুস্থ হওয়ার খবর পেয়ে খুশি অধিকারী পরিবার থেকে অনুগামীরা।