আজ শহরে প্রধানমন্ত্রী, রাজভবনে হুমকি মেল

Written by SNS May 2, 2024 12:02 pm

নিজস্ব প্রতিনিধি– নাশকতার হুমকি দিয়ে এবার রাজভবন সহ একাধিক জায়গায় পাঠানো হল হুমকি মেল৷ এদিকে আজ ২ মে প্রধানমন্ত্রী মোদি রাজ্যে আসছেন৷ তাঁর রাত্রিযাপন করার কথা রাজভবনে৷ এমতাবস্থায় এই ধরনের হুমকি মেল চিন্তা বাডি়য়েছে৷ রাজভবন ছাড়াও এই ধরনের মেল পাঠানো হয়েছে নবান্ন এবং ভারতীয় জাদুঘরেও৷

যদিও এই মেলগুলি পাওয়া মাত্রই তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা শাখা৷ সূত্রের খবর, মেলগুলি কোথা থেকে পাঠানো হয়েছে, তার আইপি অ্যাড্রেস খতিয়ে দেখছে পুলিশ৷ মঙ্গলবার রাজ্যের রাজভবন, নবান্ন, জাদুঘর ছাড়াও এই হুমকি মেল পাঠানো হয় রাষ্ট্রপতির সচিবকেও৷ শুধুমাত্র এসব জায়গাই নয়, একাধিক সরকারি দপ্তরেও হুমকি মেল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে৷ এছাড়াও বিহার ও দিল্লির আধিকারিকরাও এমন মেল পেয়েছেন৷ কে এই সমস্ত মেল পাঠিয়েছে তা পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে৷ সূত্রের খবর, প্রাথমিকভাবে লালবাজার মনে করছে এগুলি ভুয়ো মেল৷

লালবাজার সূত্রে জানা গিয়েছে, ওই মেলে লেখা রয়েছে, ‘আমরা একটি জঙ্গিগোষ্ঠী৷ নাম টেরেরাইজার্স ১১১৷ আমরা আপনাদের বাসভবনের ভিতরে বিস্ফোরক মোতায়েন করেছি৷ মানুষের মৃতু্য নিশ্চিত করেছি আমরা৷ রক্তস্রোতই অন্তিম দশা৷ বিদায়৷’ যদিও পুলিশের দাবি, চিন্তার কিছু নেই, মেলগুলি ভূয়ো৷ তবুও পুলিশের তরফ থেকে সতর্কতা অবলম্বন করা হয়েছে৷ রাজভবন, নবান্নের মত হাই সিকিউরিটি জোনের নিরাপত্তা বাড়ানো হয়েছে৷