কসবার অভিজাত আবাসনের পার্কিং লট থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। তাঁর পেটে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন মিলেছে। কলকাতা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা ঘটনাস্থলে যান। সঙ্গে ছিলেন কসবা থানার পুলিশও। এই ঘটনায় ওই মহিলার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাম্পত্য কলহের জেরেই স্ত্রীকে খুন? নাকি অন্য কোনও কারণ? তার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রীনা মণ্ডল। তাঁর বয়স ৩৩ বছর। তাঁর স্বামী জনার্দন মণ্ডলের বয়স ৩৬ বছর। বেশ কয়েকদিন ধরে অশান্তি চলছিল তাঁদের মধ্যে। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ কসবার আরকে চ্যাটার্জি রোডের ওই আবাসনের মধ্যে থেকে চিৎকার শুনতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে আবাসনের পার্কিং লটে এসে তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় মহিলা পড়ে রয়েছেন। তাঁর পেটে ধারালো অস্ত্র ঢোকানো।
Advertisement
দ্রুত তাঁকে উদ্ধার করে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলাকে খুন করা হয়েছে। ঘটনাস্থল থেকেই খুনের ঘটনায় জড়িত সন্দেহে রীনার স্বামী জনার্দনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্রও। মৃতদেহটি ময়নাদতদন্তের জন্য পাঠানো হয়েছে। আবাসনের বাকি বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
Advertisement
Advertisement



