• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

মানিকতলা বাজারে হানা টাস্ক ফোর্সের, সবজির দাম নিয়ন্ত্রণে উদ্যোগী রাজ্য

আলু, পেঁয়াজ থেকে মাছ-মাংস-ডিমের অগ্নিমূল্যে নাজেহাল আমজনতা। প্রতিদিনই চড়চড়িয়ে বাড়ছে দাম। রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ করলেও দাম কমার লক্ষণ নেই।

আলু, পেঁয়াজ, আদা থেকে শুরু করে মাছ-মাংস-ডিমের অগ্নিমূল্যে নাজেহাল আমজনতা। প্রতিদিনই চড়চড়িয়ে বাড়ছে দাম। রাজ্য সরকার সবজির দাম নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ করলেও আপাতত দাম কমার লক্ষণ নেই। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানিকতলা সহ কলকাতার বেশ কয়েকটি হানা দিলেন টাস্ক ফোর্সের সদস্যরা। মঙ্গলবার সকালে আচমকাই মানিকতলা, বাগমারি এবং গুরুদাস মার্কেটে হানা দেন তাঁরা।

রাজ্য সরকারের টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা মঙ্গলবার সকালে মানিকতলা সহ অন্যান্য বাজারগুলি বাজার ঘুরে দেখেন। কোলে মার্কেটের মতো পাইকারি বাজারে পেঁয়াজের দাম ৫০ থেকে ৫৫ টাকা হলেও তা খুচরো বাজারে বিকোচ্ছে ৭৫-৮০ টাকায়। এনিয়ে টাস্ক ফোর্সে সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, ২৭০০ টাকা প্রতি বস্তায় পেঁয়াজ কিনেছেন ব্যবসায়ীরা। কোলে মার্কেটে সোমবার পেঁয়াজ ঢুকেছে ১৬০০ টাকা প্রতি বস্তা। আশা করি, আগামী তিন-চার দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে চলে আসবে।

Advertisement

ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও কথা বলেন টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা। সাধারণ মানুষের যাতে সুবিধা হয়, এমন দাম রাখার নির্দেশও দেওয়া হয় ব্যবসায়ীদের। আলু-পেঁয়াজের আড়তদারদের পাশাপাশি অন্যান্য বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন তাঁরা। টাস্ক ফোর্সের বক্তব্য, সবে শীত পড়ছে। ফলে এখনও শীতের ফসল সেভাবে আসেনি। কয়েকদিনের মধ্যেই বাজারে ফসল চলে এলে দাম অনেকটাই কমে যাবে।

Advertisement

এদিকে ব্যবসায়ীদের বক্তব্য, অল্প লাভেই জিনিস বিক্রি করছেন তাঁরা। টাস্ক ফোর্সের সদস্যদেরও সেকথা জানিয়েছেন। রাজ্য সরকার ইতিমধ্যেই সস্তায় সবজি বিক্রি করতে সুফল বাংলা স্টল খুলেছে। কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন স্থানেও সুফল বাংলা চালু রয়েছে। কিন্তু সমস্যা হল, সারা রাজ্যে মানুষের চাহিদার তুলনায় এই স্টলের সংখ্যা নিতান্তই কম। তাই স্টলে সস্তায় বিক্রির চেয়ে সার্বিকভাবে সবজির দাম নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার।

Advertisement