মানিকতলার হাডকো ফুটব্রিজ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার সকালে ওই ফুটব্রিজ থেকে এক যুবকের দেহ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে দেহটি উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানকার চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। আরজি করেই দেহের ময়নাতদন্ত হবে। কী কারণে ওই যুবকের মৃত্যু হল, এটি খুন না কি আত্মহত্যার ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। জনবহুল ওই এলাকায় প্রায় সবসময়ই মানুষের যাতায়াত, ব্রিজের তলা দিয়ে গাড়িও চলে সবসময়। তা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা, সেটাই তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশের তরফে ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই, মৃত্যুর কারণ অনেকটা স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানানো গিয়েছে, মৃত যুবকের নাম সঞ্জয় মিত্র। বয়স ৩৫। তিনি উল্টোডাঙার বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্টোডাঙা মেন রেড এবং সিআইটি রোড মোড়ের উপর থাকা হাডকো ফুট ওভারব্রিজের লোহার কাঠামো থেকে ঝুলছিল ওই যুবকের দেহ। গলায় বাঁধা ছিল নাইলনের দড়ি। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে কোনও কাজকর্ম ছিল না সঞ্জয়ের। ৭ বছর আগে তাঁর স্ত্রী দুই শিশুসন্তানকে নিয়ে বাড়ি ছাড়েন। তারপর থেকে সঞ্জয় ভেঙে পড়ে। সঞ্জয়ের ভাই জানিয়েছেন, হাওড়ার কোনও এক জায়গায় থাকত শুনেছিলাম। বাড়ির কারও সঙ্গে যোগাযোগ রাখতেন না সঞ্জয়। পুলিশ সূত্রে খবর, নেপথ্যে থাকতে পারে অভাব ও সম্পর্কের টানাপোড়েন। সত্যিই কি অবসাদেই চরম সিদ্ধান্ত? নাকি নেপথ্যে লুকিয়ে অন্য রহস্য? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement
Advertisement
Advertisement



