• facebook
  • twitter
Sunday, 27 April, 2025

কলকাতা মেট্রোয় বরাদ্দ কমালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সরব তৃণমূল

প্রকল্পে সংশোধিত বাজেট ছিল ১৫৫০ কোটি টাকা

ফাইল চিত্র

শনিবারে বাজেট পেশের পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বাংলা বারবার বঞ্চিত হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের কথা যে সর্বৈব সত্য তা দেখা গেল বাংলার মেট্রো প্রকল্পের বরাদ্দে। রাজ্যের মেট্রো প্রকল্পে প্রত্যাশার তুলনায় বরাদ্দ অনেক কমিয়ে দেওয়া হয়েছে।

এবারের বাজেটে বিহারের জন্য নির্মলা উপুড়হস্ত হলেও, বাংলার শিকে ছেঁড়েনি। বাজেটের রিপোর্টে জানা যাচ্ছে, দমদম বিমানবন্দর-নিউ গড়িয়া ভায়া রাজারহাট রেল প্রকল্পে মাত্র ৭২০.৭২ কোটি টাকা এবার বরাদ্দ করা হয়েছে। অথচ ওই প্রকল্পে সংশোধিত বাজেট ছিল ১৫৫০ কোটি টাকা। অর্থাৎ কেন্দ্রের স্বল্প বরাদ্দ টাকায় কাজের গতি থমকে থাকবে। কার্যত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকা এই প্রকল্পের কাজ কবে শেষ হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই রুটের বরাদ্দ কমলেও গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় টাকার অঙ্ক কিছুটা বাড়ানো হয়েছে জোকা-বিবাদী বাগ ভায়া মাঝেরহাট মেট্রো রেলপথ।

এই রেলপথ নির্মাণের জন্য চলতি অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে ৯১৪ কোটি টাকা। মেট্রো সূত্রে জানা যাচ্ছে, গত বছর এই রুটের সংশোধিত বাজেট ছিল ৮৫০ কোটি। ফলে এবার মাত্র ৬৪ কোটি টাকা বেড়েছে এই গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে। বাজেটে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের বরাদ্দে সংশোধিত বরাদ্দের থেকে কোনও বদল হয়নি। মাত্র ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

তবে শুধু মেট্রো বরাদ্দেই নয়, বাজেটে অসন্তুষ্ট ‘অল ইন্ডিয়া রেশন ডিলার অ্যাসোসিয়েশন’। এই কমিটির জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, ‘কেন্দ্রীয় বাজেটে মোবাইল, টিভি, এলইডির দাম কমলেও চাল-গম-চিনির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার কোনও প্রস্তাব নেই। তেমনই রেশন ডিলারদের জীবিকার কোনও দিশা নেই। বাজেটে খাদ্য ভর্তুকিও বাড়ানো হয়নি।’