• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

চুরির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী

রূপার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬৩ গ্রাম সোনার গয়না উদ্ধার হয়েছে। বর্তমানে ওই গয়নার উৎস ও মালিকানা যাচাই করছে পুলিশ।

প্রতিনিধিত্বমূলক চিত্র

পোস্তা থানা এলাকার চুরির মামলায় গ্রেপ্তার হলেন কলকাতার টেলিভিশন অভিনেত্রী রূপা দত্ত। ১৫ অক্টোবর আদি বাঁশতলা লেনে এক মহিলার ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ টাকা চুরির অভিযোগ ওঠে। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ রূপার খোঁজ পায়। বৃহস্পতিবার রাতে বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেটের কাছ থেকে তাঁকে আটক করে গোয়েন্দারা। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে খবর, অভিযোগকারীর ব্যাগ থেকে প্রায় ৪৫ গ্রাম সোনার গয়না ও নগদ চার হাজার টাকা চুরি গিয়েছিল। রূপার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬৩ গ্রাম সোনার গয়না উদ্ধার হয়েছে। বর্তমানে ওই গয়নার উৎস ও মালিকানা যাচাই করছে পুলিশ।
রূপা দত্ত বিনোদন জগতে মোটামুটি পরিচিত মুখ। ‘জয় মা বৈষ্ণোদেবী’ নামের হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি বাংলা সিনেমাতেও কাজ করেছেন। তবে এটি তাঁর প্রথম অপরাধ নয়। ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেটমারির অভিযোগে তাঁকে হাতেনাতে ধরেছিল পুলিশ। সেই সময় তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছিল নগদ প্রায় ৭৫ হাজার টাকা ও একাধিক মানিব্যাগ।
পুলিশ জানিয়েছে, জেরায় রূপা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন অভিনয়ের কাজ না পেয়ে সংসার চালানোর জন্য তিনি চুরি-জাতীয় অপরাধের সঙ্গে যুক্ত হন। শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক আগামী ৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
বর্তমানে উদ্ধার হওয়া গয়নার ফরেন্সিক পরীক্ষা চলছে। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান ও উদ্ধার হওয়া প্রমাণের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।

Advertisement

Advertisement