সোমবার রাতে পাথরপ্রতিমায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। পর্যটক বোঝাই ম্যাটাডোর উল্টে মৃত্যু হল তিনজনের। ঘটনায় জখম হয়েছেন আরও প্রায় ২০ জন যাত্রী। গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার পঞ্চমের বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি সংস্থার পক্ষ থেকে পাথরপ্রতিমার গঞ্জের বাজার ও গয়াধাম এলাকার বেশ কয়েকটি পরিবার সুন্দরবনের কৈখালিতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। রাত সাড়ে দশটা নাগাদ দুটি ম্যাটাডোরে প্রায় ৫০ জন পর্যটক ক্যানিং থেকে ঝড়খালির উদ্দেশে যাত্রা শুরু করে। দুটি গাড়িই যথেষ্ট গতি সম্পন্ন ছিল। প্রথম গাড়িটি কিছুটা এগিয়ে গেলেও দ্বিতীয় গাড়িটি মাঝপথে টায়ার ফেটে ঘটে বিপত্তি। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন।
Advertisement
খবর যায় ঢোলাহাট ও পাথরপ্রতিমা থানায়। এই দুই থানা থেকে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় জখম পর্যটকদের উদ্ধার করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। জখমদের মধ্যে ও জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। তাঁদের ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এবং আরও বেশ কয়েকজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
Advertisement



