প্রশাসনিক দক্ষতার সঙ্গে আধ্যাত্মিক চেতনাকে একসূত্রে বাঁধার লক্ষ্যে ন্যাশনাল অ্যাকাডেমি অব ডাইরেক্ট ট্যাক্সেস–এর কলকাতা আঞ্চলিক ক্যাম্পাসের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হল। বৃহস্পতিবার রুবি মোড় সংলগ্ন পূর্বাতে অবস্থিত আয়কর ভবন প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের চত্বরে একটি ধ্যানকক্ষেরও উদ্বোধন করা হয়।
দেশের অন্যতম প্রাচীন প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যাকাডেমি অব ডাইরেক্ট ট্যাক্সেস-এর কলকাতা আঞ্চলিক ক্যাম্পাস পশ্চিমবঙ্গ ও সিকিম, উত্তর-পূর্বাঞ্চল এবং ওডিশা অঞ্চলের আয়কর দপ্তরের আধিকারিক ও কর্মীদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। এই ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূর্তি স্থাপন এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে, কারণ এই প্রথম কোনও ন্যাশনাল অ্যাকাডেমি অব ডাইরেক্ট ট্যাক্সেস ক্যাম্পাস বা আয়কর দপ্তরের কোনও প্রতিষ্ঠানে তাঁর মূর্তি স্থাপিত হল।
Advertisement
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন (গ্লোবাল)-এর ভাইস প্রেসিডেন্ট পরম পূজনীয় স্বামী দিব্যানন্দজি মহারাজ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীমতী সুরভী ভার্মা গর্গ, ভারতীয় রাজস্ব পরিষেবা–এর আধিকারিক এবং প্রিন্সিপাল চিফ কমিশনার অব ইনকাম ট্যাক্স, পশ্চিমবঙ্গ ও সিকিম। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী বি. সত্যনারায়ণ রাজু, ভারতীয় রাজস্ব পরিষেবা–এর আধিকারিক ও অতিরিক্ত মহাপরিচালক, ন্যাশনাল অ্যাকাডেমি অব ডাইরেক্ট ট্যাক্সেস কলকাতা আঞ্চলিক ক্যাম্পাস-সহ আয়কর দপ্তরের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক।
Advertisement
বক্তৃতায় অতিথিরা স্বামী বিবেকানন্দের শিক্ষা ও আদর্শের সমসাময়িক প্রাসঙ্গিকতা তুলে ধরেন। বিশেষভাবে স্মরণ করা হয় স্বামীজির সেই অমর বাণী— “শিক্ষা হলো মানুষের মধ্যে ইতিমধ্যেই বিদ্যমান পরিপূর্ণতার প্রকাশ।” বক্তারা বলেন, এই মূর্তি প্রশিক্ষণরত আধিকারিক ও কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস, কর্তব্যবোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে।
অনুষ্ঠানের শেষে ন্যাশনাল অ্যাকাডেমি অব ডাইরেক্ট ট্যাক্সেস কর্তৃপক্ষ জানায়, স্বামী বিবেকানন্দের মূর্তি ও ধ্যানকক্ষ ভবিষ্যতে ক্যাম্পাসে কর্মরত ও প্রশিক্ষণরত সকলের জন্য অনুপ্রেরণা, আত্মসংযম এবং নৈতিক শক্তির এক স্থায়ী কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
Advertisement



