রবীন্দ্র সরোবর লেকে পশুদের যত্রতত্র খাওয়ানো নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। সম্প্রতি এক নির্দেশিকায় জানানো হয়েছে, সরোবরের চারটি নির্দিষ্ট স্থানে পশুদের খাওয়ানোর অনুমতি দেওয়া হয়েছে, বাকি জায়গাগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরোবরের বিভিন্ন প্রবেশপথে ব্যানার টাঙিয়ে এই নির্দেশ জানানো হয়েছে।
কেএমডিএর তরফে বলা হয়েছে, এক নম্বর গেটে বুদ্ধ মন্দিরের কাছে, আট নম্বর গেটে কলকাতা রোয়িং ক্লাব সংলগ্ন এলাকায়, ১১ নম্বর গেটে নজরুল মঞ্চের পাশে এবং ১২ নম্বর গেটে গোলপার্কের দিকে পশুদের খাবার দেওয়ার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কোনও জায়গায় খাবার দেওয়া যাবে না।
পশুপ্রেমীদের একটি অংশের মধ্যে এই নির্দেশ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের দাবি, নির্ধারিত স্থানগুলো সঠিকভাবে বোর্ড বা চিহ্ন দিয়ে স্পষ্ট করা হয়নি। ফলে অনেকেই বুঝতে পারছেন না কোথায় খাওয়ানো যাবে। তাঁদের আশঙ্কা, খাবার না পেলে কুকুর উত্তেজিত হয়ে উঠতে পারে, এমনকি কামড় বসানোর মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে।
কেএমডিএর এক আধিকারিক জানিয়েছেন, সরোবরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতেই এই পদক্ষেপ। অনেক সময় ওয়াকওয়ে বা অন্যান্য জায়গায় খাওয়ানোর পর উচ্ছিষ্ট পড়ে থাকে, যা পথচারীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রথমে পুরোপুরি খাওয়ানো নিষিদ্ধ করার চিন্তা করা হয়েছিল। তবে পশুপ্রেমীদের কথা মাথায় রেখে চারটি জায়গা নির্দিষ্ট করা হয়েছে।
রবীন্দ্র সরোবরকে পরিচ্ছন্ন ও সুষ্ঠু রাখার প্রয়াসে এই উদ্যোগ প্রশংসনীয় হলেও, সঠিক ব্যবস্থাপনার অভাবে তা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।