• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ

শনিবার রাতে ভাঙড় লাগোয়া প্রসাদপুর এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকেই আবদুল হাকিম মোল্লা ও আদিত্য দাসকে গ্রেপ্তার করা হয়।

অস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ। তাদের নাম আবদুল হাকিম মোল্লা ও আদিত্য দাস। ধৃতদের বিরুদ্ধে খুন, চুরি, ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। তাদের থেকে একটি ওয়ান সাটার পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। রবিবার তাদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

আবদুল হাকিম মোল্লার বিরুদ্ধে খুন, চুরি, ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। বসিরহাট থানার পুলিশ দীর্ঘদিন ধরে তার খোঁজ চালাচ্ছিল। আদিত্য দাসও কুখ্যাত দুষ্কৃতী। পুলিশের নজর এড়াতে তারা দক্ষিণ ২৪ পরগনার প্রসাদপুর এলাকায় গা ঢাকা দিয়েছিল। সূত্র মারফর সেই খবর পায় সোনারপুর থানার পুলিশ।

Advertisement

শনিবার রাতে ভাঙড় লাগোয়া প্রসাদপুর এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকেই আবদুল হাকিম মোল্লা ও আদিত্য দাসকে গ্রেপ্তার করা হয়। কী কারণে ওই এলাকায় ঘাঁটি গেড়েছিল ধৃতরা, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।

Advertisement

Advertisement