• facebook
  • twitter
Friday, 5 December, 2025

থাপ্পড়ের নিদান শওকতের, জুতোপেটা করতে বললেন সায়নী; কর্মীদের কড়া বার্তা

দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'আমাদের নেতাদের অনুরোধ করছি যে আপনারা কোনও গরিব মানুষের কাছ থেকে ঘরের জন্য কোনও টাকা নেবেন না। আর যদি কোনও নেতা টাকা চাইতে যায়, তাহলে তাঁর গালে থাপ্পড় মারবেন। তারপর আমাদের খবর দেবেন।'

দলীয় কর্মীদের এবার কড়া বার্তা দিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ও তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। দলীয় নেতৃত্বের কথা মতো কাজ না করলে থাপ্পড় মারা ও জুতো পেটা করার নিদান দিলেন তাঁরা। ভাঙড়ে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে এ কথা বললেন শওকত ও সায়নী।

রবিবার ভাঙড়ের মহাবিদ্যালের মাঠে বিজয়া সম্মিলনী উপলক্ষে তৃণমূলের একটি সভা ছিল। সেখানে শওকত ও সায়নী দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিয়েছেন। ওই সভা থেকে ভাঙড়ের বিধায়ক শওকত মোল্লা জানান ভাঙড়ে গরিব মানুষের জন্য ১৭ হাজার ঘর অনুমোদন পেয়েছে। তার জন্য সমীক্ষা চলছে। ঘর দেওয়ার জন্য যাতে কেউ কোনও টাকা না নেয়, সেই বিষয়েই বার্তা দিয়েছেন শওকত মোল্লা।

Advertisement

দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের নেতাদের অনুরোধ করছি যে আপনারা কোনও গরিব মানুষের কাছ থেকে ঘরের জন্য কোনও টাকা নেবেন না। আর যদি কোনও নেতা টাকা চাইতে যায়, তাহলে তাঁর গালে থাপ্পড় মারবেন। তারপর আমাদের খবর দেবেন।’

Advertisement

এ নিয়ে সায়নী ঘোষ বলেন, ‘শুধু থাপ্পড় মারলে হবে না, জুতোপেটা করতে হবে। এদিন প্রকাশ্যে মঞ্চ থেকে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ বলেন, যারা দলকে বদনাম করার চেষ্টা করছে এবং যারা দলের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছে, মানুষকে পরিষেবা দেবে বলে তাদের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করছে, তাদের শুধু থাপ্পড় মারলে হবে না। জুতোপেটা করতে হবে। যারা নিজেদের পকেট ভরবে বলে তৃণমূল করছে, তাঁদের স্থান তৃণমূলে নেই।’

Advertisement