• facebook
  • twitter
Monday, 14 July, 2025

জেল থেকেই ফোনে হুমকি দিচ্ছেন সন্দেশখালির শাহজাহান, অভিযোগ

রবীনের দাবি, তাঁর পৈতৃক জমি দখল করে শেখ শাহজাহান সেখানে মার্কেট তৈরি করেছিলেন। প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি।

ফাইল চিত্র

জেলে বসে সন্দেশখালির এক বাসিন্দাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। এই নিয়ে বুধবার ন্যাজাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারীর নাম রবীন মণ্ডল। হুমকি ফোন পাওয়ার পর তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। অভিযোগ উঠেছে, ইডি ও সিবিআইয়ের কাছে শাহজাহানের নামে নালিশ করার কারণেই তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। অপরদিকে এ দিনই ইডির মামলায় জামিনের আবেদন জানিয়েছেন শাহজাহান।

রবীন মণ্ডলের দাবি, ভিডিয়ো কলের মাধ্যমে তাঁকে শেখ শাহজাহান হুমকি দিয়েছেন। ফোনের ওপার থেকে বহিষ্কৃত এই তৃণমূল নেতা বলেছেন, ‘আমায় চিনতে পারছিস না? আমি শেখ শাহজাহান। খুব বাড় বেড়েছিস। তোরা মার্কেট নিয়ে অতি বাড়াবাড়ি করছিস। তোদের বাড়িঘর ভাঙচুর করব। বোমাবাজি করে দেব। বাড়ি থেকে বেরনো বন্ধ করে দেব।’ এই হুমকি পাওয়ার পরই পুলিশের দ্বারস্থ হয়েছেন রবীন।

উল্লেখ্য, সন্দেশখালি-কাণ্ডে শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর তাঁর বিরুদ্ধে রবীনের পারিবারিক জমি দখল করে নেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসে। রবীনের দাবি, তাঁর পৈতৃক জমি দখল করে শেখ শাহজাহান সেখানে মার্কেট তৈরি করেছিলেন। প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি। শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর সাহস করে জমি দখল সংক্রান্ত অভিযোগ দায়ের করেছিলেন রবীনের পরিবার। এই কারণেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন রবীন।

বুধবারই ইডির মামলায় জামিন চেয়ে কলকাতার বিচারভবনে ইডির বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছেন শেখ শাহজাহান।এই আবেদনের বিরোধিতা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অপরদিকে শাহজাহানের আইনজীবী জানিয়েছেন, বেআইনিভাবে তাঁর মক্কেলকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক দিন ধরে এই মামলা চলছে। কিন্তু এখনও বিচারপ্রক্রিয়া শুরু হয়নি। সেই কারণে তাঁকে জামিন দেওয়া হোক। এই মামলার পরবর্তী শুনানি হবে ৭ এপ্রিল।