এ বছর স্বাধীনতা দিবসে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবার আয়োজন করেছিল সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন। চিকিৎসা পরিষেবা নিয়ে বিভিন্ন ক্লাব সংগঠনের আমন্ত্রণে স্বাধীনতা দিবসে সকাল ৯টায় শ্যামবাজার থেকে একটি কার র্যালির সূচনা করা হয়। বর্ণাঢ্য এই র্যালিটির গন্তব্যস্থল ছিল চন্দননগর। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দুপুরে র্যালিটি চন্দননগরের বিদ্যালঙ্কার মোড়ে পৌঁছয়। যাত্রাপথে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের এই বিশেষ প্রচারে ১২টি বিভিন্ন সহযোগী সংগঠন এই র্যালিকে সংবর্ধনা জানায়।
জানা গিয়েছে, এদিন শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে যাত্রা শুরু করার পর চিৎপুরে প্যাসকো নাগরিক স্বার্থরক্ষা কমিটি, সিঁথির মোড়ে সচেতন, ডানলপে হাওয়া সকাল, উত্তরপাড়ায় পদাতিক, মাখলায় বিবেকানন্দ সংঘ, রিষড়ায় উইমেন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন, শ্রীরামপুরে স্বেচ্ছায় রক্তদান সংগঠন, শেওড়াফুলিতে সেবানিকেতন, বৈদ্যবাটিতে লার্জ ওয়েলফেয়ার সোসাইটি, ভদ্রেশ্বর এমটি ল্যাব পয়েন্ট এবং সবশেষে চন্দননগরে বিদ্যালঙ্কার মোড়ে থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে র্যালিটির সমাপ্তি হয়।
Advertisement
প্রসঙ্গত প্রতিবছরই সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন মারণ রোগ থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য কার র্যালির আয়োজন করে থাকে। স্বাধীনতা দিবসে এই কার র্যালির মাধ্যমে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের মূল উদ্দেশ্য, প্রতিটি শিশুর সুস্থভাবে বেঁচে থাকার স্বাধীনতাকে সুনিশ্চিত করা এবং থ্যালাসেমিয়া-মুক্ত পৃথিবী উপহার দিতে গণসচেতনতা বৃদ্ধি করা। এবার তার সঙ্গে ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থা চালু করতেই র্যালিটি নতুন মাত্রা পায়।
Advertisement
Advertisement



