• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কলকাতা পুরসভায় বিক্ষোভ, ক্ষোভে ফুঁসছেন ইঞ্জিনিয়াররা

সংগঠনের সভাপতি মানস সিনহা বলেন, মেয়র নিজে রিভিউ কমিটি গঠন করেছিলেন এবং কর্মীদের প্রমোশনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কলকাতা পুরসভায় কর্মরত ইঞ্জিনিয়ারদের একাংশ বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন পুরসভার সদর দপ্তরে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ডাকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ২০১১ সাল থেকে গ্যারাজ ও পাম্পিং স্টেশনে কর্মরত সহকারী ইঞ্জিনিয়ারদের দিয়ে অতিরিক্ত কাজ করানো হচ্ছে, অথচ ফ্যাক্টরি অ্যাক্ট অনুযায়ী তাদের ন্যায্য পাওনা দেওয়া হচ্ছে না। অনেকেই মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে এই কাজ করে চলেছেন, যা একেবারেই অমানবিক বলে দাবি সংগঠনের।

সংগঠনের সভাপতি মানস সিনহা বলেন, ‘মেয়র নিজে রিভিউ কমিটি গঠন করেছিলেন এবং কর্মীদের প্রমোশনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ আজ তিনি নিজের চেয়ারেই বসে কথা রাখছেন না। এটি একেবারেই কাম্য নয়।’

Advertisement

ইঞ্জিনিয়ারদের প্রধান দাবি, সহকারী ইঞ্জিনিয়ারদের প্রমোশন সংক্রান্ত রিভিউ কমিটির রিপোর্ট প্রকাশ করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে ফ্যাক্টরি অ্যাক্টে কর্মরতদের সব বকেয়া ও প্রাপ্য মজুরি দিতে হবে। এছাড়াও, সম্প্রতি রাজ্যের শিক্ষকদের উপর পুলিশের লাথি ও লাঠি মারার ঘটনাকেও তীব্র নিন্দা করেন বিক্ষোভকারীরা। পাশাপাশি তাদের দাবি, যারা দাঙ্গায় প্ররোচনা দিয়েছেন এবং সরাসরি অংশ নিয়েছেন, তাদেরও কড়া হাতে দমন করতে হবে প্রশাসনকে। কর্মীদের দাবি, দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে। প্রয়োজনে তারা কোর্টের দ্বারস্থ হবেন।

Advertisement

Advertisement