• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নিউটাউনের মলে মধুচক্র, গ্রেপ্তার ১৭

পুলিশের তরফে জানানো হয়েছে, মানব পাচারের কঠোর ধারায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

প্রতীকী ছবি।

ঝাঁ-চকচকে মলে মধুচক্র! স্পা সেন্টারের মোড়কে চলত দেহব্যবসা! এমনটাই হত বিধাননগরের নিউটাউন চত্বরের নাম করা ‘অ্যাক্সিস’ শপিং মলে। গত শনিবার বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ অভিযান চালায় ওই মলে। গ্রেপ্তার করা হয় ১৭ জনকে। ধৃতদের আজ, অর্থাৎ সোমবার বারাসাত আদালতে পেশ করা হবে।

প্রসঙ্গত, নিউটাউন অঞ্চলের প্রায় সর্বত্রই রয়েছে একাধিক স্পা সেন্টার, মাসাজ পার্লার। শহরজুড়ে প্রায় সব জায়গাতেই দেখা এসবের বিজ্ঞাপন। নাম-ফোন নম্বর সমেত সাঁটা এই বিজ্ঞাপনগুলো কোনওভাবেই চোখ এড়িয়ে যেতে পারে না। আর, এই সমস্ত মাসাজ পার্লার-স্পা সেন্টারের আড়ালেই চলতে থাকে দেহব্যবসা। বহুদিন ধরেই এই নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা। পুলিশের চোখ এড়িয়ে কীভাবে এরকম ঘটনা চলতে পারে? এই নিয়ে ওঠে প্রশ্ন।

Advertisement

অবশেষে গোপন সূত্র মারফৎ খবর পেয়ে অ্যাক্সিস মলে অভিযান চালান গোয়েন্দারা। ১০ জন মহিলা এবং ৭ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, মানব পাচারের কঠোর ধারায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

Advertisement

Advertisement