ট্যাংরার হেলে পড়া নির্মীয়মাণ বহুতলের প্রোমোটারকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম রজত লী। গোপনসূত্রে খবর পেয়ে তাকে তিলজলার নূরানি মসজিদের কাছ থেকে পাকড়াও করে পুলিশ। বহুতল তৈরিতে কী ধরনের সামগ্রী ব্যবহার করা হয়েছিল, সেই সব সামগ্রী কার কাছ থেকে নেওয়া হয়েছিল, ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা।
গত ২২ জানুয়ারি প্রকাশ্যে আসে ট্যাংরায় হেলে পড়া নির্মীয়মাণ বহুতল। ঘটনাকে প্রকাশ্যে আসতেই এলাকা পরিদর্শনে যান কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্তারা। বহুতলটি ভেঙে ফেলারও নির্দেশ দেন তাঁরা। সেই ঘটনার পর থেকেই পলাতক ছিল নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার। এ দিন সকালে কলকাতা পুর আইনে গ্রেপ্তার করা হয় তাকে।