• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কলকাতায় নাবালক-নাবালিকাকে যৌন নিগ্রহ, গ্রেপ্তার এক

কলকাতায় যৌন নিগ্রহের শিকার এক নাবালক এবং এক নাবালিকা। দুটি ভিন্ন যৌন নিগ্রহের ঘটনায় ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতীকী ছবি

কলকাতায় যৌন নিগ্রহের শিকার এক নাবালক এবং এক নাবালিকা। দুটি ভিন্ন যৌন নিগ্রহের ঘটনায় ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। নিউটাউনের জ্যাংড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। অন্যদিকে কৈখালিকে এক নাবালককে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে এক ফুচলাওয়ালার বিরুদ্ধে। নিউটাউনের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে ফুচকাওয়ালার খোঁজ চালাচ্ছে বাগুইআটি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন ধরে নাবালিকার বাড়িতে কাজ করছিল এক রং মিস্ত্রি। বুধবার সকালে নাবালিকার পরিবারের অধিকাংশ সদস্যরা বাইরে বেরিয়েছিলেন। এরপর ওই নাবালিকাকে চারতলার ঘরে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। অভিযোগ, সেখানেই কিশোরীকে যৌন হেনস্তা করে সে। পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এলে কান্নাকাটি জুড়ে দেয় নাবালিকা। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রং মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে বিধাননগর কমিশনারেটের ইকোপার্ক থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, পকসো আইনের একাধিক ধারায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

অন্যদিকে বুধবার সন্ধ্যায় বাগুইআটি থানার কৈখালি এলাকায় এক ফুচকাওয়ালার কাছে ফুচকা খেতে গিয়েছিল বছর ১৩-র এক নাবালক। ওই নাবালককে একটি আবাসনের একতলার শৌচাগারে নিয়ে যায় অভিযুক্ত ফুচকাওয়ালা। এরপর তাকে যৌন নিগ্রহ করে অভিযুক্ত। বিষয়টি যাতে গোপন রাখা হয়, কিশোর চিৎকার-চেঁচামেচি না করে, তা নিয়ে রীতিমতো হুমকি দিয়েছিল অভিযুক্ত ফুচকাওয়ালা। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নাবালকের বাবা। মেডিক্যাল পরীক্ষার জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয় কিশোরকে। পকসো ধারায় মামলা রুজু করে অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ।

Advertisement

Advertisement