• facebook
  • twitter
Monday, 8 December, 2025

এক্সাইড মোড়ের পুরনো বাড়ি বিপজ্জনক অবস্থায়, আতঙ্কিত বাসিন্দারা

আশ্চর্যের বিষয় হলো, বাড়ির মালিক নিজে সেখানে থাকেন না

প্রতীকী চিত্র

কলকাতার এক্সাইড মোড়ের এক পুরনো ছ’তলা বাড়ি নিয়ে এলাকায় ছড়িয়েছে চরম উদ্বেগ। প্রায় ৫০ বছরের পুরনো এই বাড়িটি পাশের আটতলা বাড়ির দিকে অনেক দিন ধরেই ঝুঁকে আছে। উপরন্তু, মাঝেমধ্যেই বাড়ির কিছু অংশ ভেঙে নিচে পড়ে, যা আরও আতঙ্ক বাড়াচ্ছে বাসিন্দাদের মধ্যে।

জানা গিয়েছে, ওই বাড়িতে ১০ থেকে ১২টি পরিবার বসবাস করে। দোতলায় রয়েছে একটি গেস্ট হাউস, আর নিচের অংশে থাকেন কয়েকজন ভাড়াটে। উপরের ফ্ল্যাটগুলিতে থাকেন কিছু বাসিন্দা, যারা ওই ফ্ল্যাট কিনে থাকেন। তবে আশ্চর্যের বিষয় হলো, বাড়ির মালিক নিজে সেখানে থাকেন না। পুরসভা ইতিমধ্যেই বাড়িটিকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করলেও, বহু অনুরোধ সত্ত্বেও বাসিন্দারা বাড়ি ছাড়তে রাজি নন।

Advertisement

এমনকি এই বাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের অন্তর্গত। এখানকার কাউন্সিলর অসীম বসুর বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ তুলেছেন, দীর্ঘদিন ধরেই বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু বিপজ্জনক বাড়ির বাসিন্দারা নন, পাশের আটতলা বাড়ির মানুষও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এটি শুধু একটি ঘটনা নয়। গত কিছুদিন ধরে কলকাতা শহরের বিভিন্ন অংশ থেকে ঝুঁকিপূর্ণ বহুতলের খবর পাওয়া যাচ্ছে। বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির একটি চারতলা বাড়ি কিছুদিন আগে আচমকাই ভেঙে যায়। ভাগ্যক্রমে, ওই সময় বাড়িতে কেউ ছিলেন না বলে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে সেই বাড়ি বেআইনি ভাবে নির্মিত হয়েছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই সেটি ভেঙে ফেলার কাজ শুরু করেছে পুরসভা এবং প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

এছাড়া বাগুইআটি, ট্যাংরা, এন্টালি এবং তিলজলার মতো এলাকাতেও হেলে পড়া বাড়ির খবর মিলেছে। বিশেষ করে এন্টালির ছাতুবাবু লেনে এবং তিলজলার বেদিয়াডাঙা মসজিদবাড়ি বাই লেনে থাকা কয়েকটি বহুতল বাড়ি নিয়ে উদ্বেগের শেষ নেই।

Advertisement