• facebook
  • twitter
Friday, 15 August, 2025

বেহালায় আবর্জনার স্তূপে সদ্যোজাতর দেহ উদ্ধার

বেহালার পর্ণশ্রী থানা এলাকার ঘটনা। রবিবার সকালে এলাকার একটি পুকুরের পাশে ওই শিশুর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

আবর্জনার স্তূপ থেকে এক সদ্যোজাতর দেহ উদ্ধার হল। বেহালার পর্ণশ্রী থানা এলাকার ঘটনা। রবিবার সকালে এলাকার একটি পুকুরের পাশে ওই শিশুর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কে বা কারা শিশুটিকে ফেলে দিয়ে গিয়েছে, খোঁজ করছে পুলিশ। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

রবিবার ভোরে হাঁটতে বেরিয়ে পুকুরের ধারে কাপড়ে মোড়া একটি বস্তুর দিকে নজর পড়ে কয়েকজনের। সেদিকে এগিয়ে গেলে একটি সদ্যোজাতর হাত দেখা যায়। সঙ্গে সঙ্গে পর্ণশ্রী থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কতক্ষণ আগে, কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানতে ময়নাতদন্ত করা হবে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রবিবার ভোরে হাঁটতে বেরিয়েছিলাম। পুকুরের পাশে নোংরা আবর্জনার স্তূপে বাচ্চাটিকে দেখতে পাই। প্রথমে বুঝতে পারিনি ওটা একটা শিশু। সন্দেহ হয়েছিল, তবে কিছু একটা পড়ে আছে মনে করে এগিয়ে যাই। কাছে যেতেই কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পাই।’ ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।