• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

প্রয়াত বারাসত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান

২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত বারাসত পৌরসভার চেয়ারম্যান হিসেবে তার ভূমিকা অত্যন্ত প্রশংসিত হয়েছিল। তার আগে তিনি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে জনগণের সেবায় নিবেদিত ছিলেন।

বারাসত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী। ফাইল চিত্র

বারাসতের প্রাক্তন চেয়ারম্যান ও সিপিএম নেতা প্রদীপ চক্রবর্তীর প্রয়াণে রাজ্যের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ৮১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত বারাসত পৌরসভার চেয়ারম্যান হিসেবে তার ভূমিকা অত্যন্ত প্রশংসিত হয়েছিল। তার আগে তিনি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে জনগণের সেবায় নিবেদিত ছিলেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সহপাঠী প্রদীপ চক্রবর্তী দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করে পড়াশোনা চালিয়ে যান এবং দেশভাগের পর ছিন্নমূল মানুষের জন্যও লড়াই করেন। তাঁর মৃত্যুতে সিপিআইএম কর্মী-সমর্থকরা শোক প্রকাশ করেন এবং তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

Advertisement

Advertisement

Advertisement