• facebook
  • twitter
Monday, 8 December, 2025

ছুরির কোপ সহকর্মীদের উপর, প্রশ্নের মুখে কর্মীদের মানসিক শান্তি

বেসরকারি ক্ষেত্রে মানসিক চাপ সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন, কেউ আবার আত্মঘাতী হয়েছেন অন্য উপায়ে। চাকরি ছাড়ার তালিকাও কম নয়।

প্রতীকী চিত্র

কখনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রাজনীতির শিকার, কখনও আবার অতিরিক্ত কাজের চাপে মানসিক অবসাদ। সরকারি থেকে শুরু করে বেসরকারি সমস্ত ক্ষেত্রেই অবসাদগ্রস্ত কর্মীদের একাংশ। সব শেষে মানসিক চাপ সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন, কেউ আবার আত্মঘাতী হয়েছেন অন্য উপায়ে। চাকরি ছাড়ার তালিকাও কম নয়।

অন্যদিকে বুধবার সকালেই নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি ছুঁড়ে আত্মঘাতী হয়েছেন শহরের নগর দায়রা আদালতের এক বিচারকের নিরাপত্তারক্ষী কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গোপালকুমার নাথ। সেক্ষেত্রেও ওঠে এসেছে মানসিক অবসাদের মতো গুরুতর তথ্য। আর এবার ছুটি নিয়ে মনোমালিন্যের জেরে সহকর্মীদের ছুরির কোপ মারার অভিযোগ উঠল নিউটাউনের কারগরি দফতরের এক কর্মীর বিরুদ্ধে। প্রকাশ্যে সেই মানসিক অশান্তি।

Advertisement

বৃহস্পতিবার বেলার দিকে প্রতিদিনের মতো অফিস যান সোদপুরের ঘোলার বাসিন্দা অসিত সরকার। তিনি কারিগরি দফতরের টেকনিক্যাল এডুকেশন বিভাগে কর্মরত বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, ছুটি নিয়ে বচসার জেরে পরপর চার সহকর্মীর উপর চড়াও হয়ে ছুরি দিয়ে কোপ চালাতে থাকেন তিনি। ছুরি চালানোর ঘটনায় গুরুতর জখম হন জয়দেব চক্রবর্তী, শেখ সাতাবুল, শ্নাতনু সাহা এবং সার্থ লেট নামে ওই দফতরেরই চার কর্মী। তখনই ছুটে আসেন দফতরের নিরাপত্তারক্ষীসহ অন্যান্য কর্মীরা। কোনক্রমে আটকানো হয় অসিতবাবুকে। অফিস থেকে বেরিয়ে ছুরি হাতে রাস্তায় দাপিয়ে বেড়ানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, ছুটি নিয়ে বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অসিত সরকার নামে ওই ব্যক্তি।

Advertisement

এ দিন অফিস ঢুকে ছুটিকে কেন্দ্র করেই বচসা বাধে অন্যান্য কর্মীদের সঙ্গে। সেই সময়ই ছুরি হাতে সহকর্মীদের লক্ষ্য করে একের পর এক কোপ চালাতে থাকেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন তিনি। তবে শুধুই ছুটি নিয়ে বচসা নাকি, সহকর্মীদের উপর পুরনো কোনও শত্রুতা তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।

Advertisement