• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

কলকাতা আন্তর্জাতিক সাহিত্য সম্মিলনে সম্মানিত কালীকৃষ্ণ গুহ ও শ্যামল ভট্টাচার্য

চতুর্থ আন্তর্জাতিক সাহিত্য সম্মিলনের উদ্বোধন করেন সাহিত্য অকাদেমি ও পদ্মশ্রী প্রাপ্ত অরুণাচল প্রদেশের ইংরেজি ভাষার কবি মামাং দাই।

২৩ শে নভেম্বর এবং ২৪ শে নভেম্বর দুদিন ধরে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক এর শিবানন্দ হলে অনুষ্ঠিত হল বনানী আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাহিত্য অকাদেমি ও পদ্মশ্রী প্রাপ্ত অরুণাচল প্রদেশের ইংরেজি ভাষার কবি মামাং দাই। উপস্থিত ছিলেন সৌদি আরবের কবি নাসের আল শেখ আহমেদ, ফরাসি কবি জঁ ফ্রেদেরিক শেভেলিয়ার, বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার, রামকৃষ্ণ মিশনের স্বামী সুপর্ণানন্দ, কবি সুবোধ সরকার, কবি সুধীর দত্ত, হিন্দি ভাষার কবি রাওয়েল পুষ্প, চেক রিপাব্লিকবাসী কবি পাপিয়া ঘোষাল বাউল প্রমুখ। উজ়বেকিস্তানের কবি দিলাফ্রুজ় অবলোকুলোভা ফ্লাইট মিস করায় আসতে পারেননি। তবে তিনি অডিও বার্তা ও তাঁর কবিতা পাঠের রেকর্ড পাঠান যা দর্শকদের শোনানো হয়।

এবার আন্তর্জাতিক সাহিত্য সম্মিলনে জীবনকৃতি সম্মাননা পেলেন কবি ও লেখক কালীকৃষ্ণ গুহ এবং নানা ভারতীয় ভাষায় অনুবাদকর্মের জন্য ড. বিষ্ণুপদ শাণ্ডিল্য স্মৃতি পুরস্কার পেলেন শ্যামল ভট্টাচার্য। স্মরণ করা হল এই সম্মিলনে যুক্ত থাকা প্রয়াত সাহিত্যিকদের। রাজ্যেরে নানা স্থান থেকে আসা কবিরা যেমন বাংলা কবিতা পড়েন, তেমনই আরবি ভাষায় কবিতা পড়েন নাসের আল শেখ আহমেদ ও ফ্রান্সের কবি জঁ ফ্রেদেরিক শেভেলিয়ার তাঁর ফরাসি ভাষার কবিতা ও তার বাংলা অনুবাদ শুনিয়ে সকলকে মুগ্ধ করলেন। চেক ভাষায় কবিতা পড়েন পাপিয়া। এছাড়া পাঞ্জাবি, ওড়িয়া, হিন্দি, ইংরেজি প্রভৃতি ভাষায় কবিতা পড়া হয়।

Advertisement

সাধন চট্টোপাধ্যায়, শতদ্রু মজুমদার, পূর্বা কুমার, সুজাতা কর, মৌসুমী মুখোপাধ্যায় অণুগল্প পাঠ করেন এবং অণুগল্প বিষয়ে আলোচনা করেন প্রাবন্ধিক বরেন্দু মণ্ডল। আলোচনা হয় নানা ভাষার কবিতা ভাষার ব্যবধান অতিক্রম করে পাঠকের কাছে পৌঁছবে তা নিয়ে। অংশ নেন মামাং দাই, সুবোধ সরকার, নাসের আল শেখ আহমেদ ও জঁ ফ্রেদেরিক শেভেলিয়ার। অনুবাদে কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানবিক বুদ্ধিমত্তা বিষয়ক আলোচনা সভায় অংশ নেন নীলাঞ্জন শান্ডিল্য, জয়া চৌধুরী, তৃষ্ণা বসাক ও নাসের আল শেখ আহমেদ। চতুর্থ আন্তর্জাতিক সাহিত্য সম্মিলনের সভাপতি কবি নীলাঞ্জন শান্ডিল্য ও সম্পাদক কবি অধীরকৃষ্ণ মণ্ডল জানালেন, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রদেশ থেকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে গুরুত্বপূর্ণ দুই শতাধিক কবি ও সাহিত্যিক এই আন্তর্জাতিক সাহিত্য সম্মিলনে অংশগ্রহণ করেন। সম্মিলনে প্রকাশিত হয়েছে দ্বিভাষিক স্মারক পত্রিকা, যা বিশিষ্ট অতিথি সাহিত্যিকদের জীবনপঞ্জি ও রচনা, প্রয়াত সাহিত্যিকদের স্মরণিকা ও মূল্যবান প্রবন্ধ সম্বলিত।

Advertisement

Advertisement