সপ্তাহান্তে শহরের জনবহুল এলাকায় অগ্নিকাণ্ড। শনিবার সকাল ৮টা ১৫ নাগাদ আগুন লাগে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার নিউমার্কেট এলাকার এক খাবারের দোকানে। আগুনের লেলিহান শিখা কার্যত পুড়িয়ে ছাই করে দিয়েছে গোটা দোকান। তবে দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আধ ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন।
এ দিন সকালে যেখানে আগুন লাগে তার উল্টো দিকেই কলকাতা পুরসভা। দু’পা হেঁটে সামনের দিকে গেলেই নামী বিরিয়ানির দোকান। অন্যদিকে যে অংশে আগুন লেগেছিল তা সদাব্যস্ত। তবে সকালের দিক হওয়ায় বাজার ছিল ক্রেতাশূন্য, ফলে আগুনের গ্রাসে দোকানের ক্ষতি হলেও এড়ানো গিয়েছে হতাহত। স্থানীয় দোকানিদের মতে, যেখানে আগুন লেগেছিল সেটি রোল, চাউমিনের মতো খাদ্য সামগ্রী বিক্রি হতো। সকালে হঠাৎ করেই কালো ধোঁয়া বের হতে দেখা যায় দোকান থেকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে ছড়িয়ে পড়ে আগুন।
প্রাথমিকভাবে স্থানীয়েরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও লাভ হয়নি। পরে দমকলে খবর দেওয়া হলে দমকলের ৫টি ইঞ্জিন গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন। ঘটনাস্থলে যান নিউমার্কেট থানার আধিকারিকেরাও। আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে এলেও ফরেনসিক পরীক্ষা করানোর জন্য পুলিশি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় এলাকা। আগুনের কারণ এখনও পর্যন্ত নিশ্চিত না হলেও, দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে শহরের জনবহুল এলাকার ওই খাবারের দোকানে।