সাতসকালে অগ্নিকাণ্ড শহরে। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার যতীন দাস পার্ক এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক ঘর। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাড়ির ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে থাকায় তাঁরা দমকলকে খবর দেন। পরিত্যক্ত বাড়ি হওয়ায় স্বাভাবিকভাবেই কেউ ছিলেন না। এমন অবস্থায় কীভাবে ফাঁকা বাড়িতে আগুন লাগল তা খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে ওই বাড়িটিতে। খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকল। যায় ভবানীপুর থানার পুলিশও। পরিত্যক্ত বাড়ির ভিতরে ঢুকতে বেশ সমস্যা হয় দমকলকর্মীদের। কারণ বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শেষমেশ ওই বাড়ির জানলা ভেঙে ভিতরে ঢোকেন দমকলকর্মীরা। দমকলের এক আধিকারিক বলেন, সকাল সাড়ে ছ’টা নাগাদ আমাদের কাছে আগুন লাগার খবর আসে। দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আমাদের পুরো দল খুব ভালো কাজ করেছে। আগুন নেভানো গিয়েছে। কেউ আহত হননি। কী থেকে আগুন লাগল, তা দেখা হচ্ছে।