৪৮ ঘন্টার বেশি কেটে গিয়েছে। কিন্তু এখনও নিখোঁজ ইএম বাইপাস হত্যাকান্ডে অভিযুক্ত নাবালকের বাবা। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই নিখোঁজ তিনি। কিন্তু এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত নাকি হঠাৎই ঘটেছে তা নিয়ে ধন্দে পুলিশ। শনিবার এই ঘটনায় মৃত রাফিয়া শাকিল শেখ (২৪)-এর ময়নাতদন্ত হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের ইঙ্গিত পাওয়া গিয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মৃতার শরীরের পাঁচ জায়গায় গভীর ক্ষত চিহ্ন রয়েছে। এই ঘটনায় অভিযুক্ত নাবালকের বাবাকে জেরা করতে পারলে ঘটনার ‘জট’ অনেকটা কাটবে বলে মনে করছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বছর চারেক আগে রাফিয়ার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ওই নাবালকের বাবা। প্রায় এক বছর আগে এই সম্পর্কের কথা জানাজানি হয়। কিন্তু নাবালকের বাবা বাড়িতে বিষয়টি স্বীকার করেননি। ওই সম্পর্ককে কেন্দ্র করে পারিবারিক অশান্তিও ইদানিং বাড়ছিল। তাই থেকেই এই ঘটনা বলেই অনুমান।