• facebook
  • twitter
Monday, 17 March, 2025

কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের গাড়িতে ধাক্কা বাসের

কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়লেন ডেপুটি মেয়র তথা কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ।

কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়লেন ডেপুটি মেয়র তথা কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। তালতলার কাছে এসএন ব্যানার্জি রোডে একটি সরকারি বাস তাঁর গাড়ির বাঁ দিকে ধাক্কা মারে। সেই সময় গাড়ির বাঁদিকেই বসেছিলেন অতীন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। তাঁর কোনও চোট আঘাত লাগেনি। তবে ডেপুটি মেয়রের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহেই দুর্ঘটনার কবলে পড়েছিল কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গাড়ি।

সোমবার কলকাতা পুরসভায় বাজেট অধিবেশন ছিল। সকাল ১১টা নাগাদ উত্তর কলকাতার ফরিয়াপুকুরের বাড়ি থেকে রওনা দেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। তালতলার কাছে শিয়ালদহ থেকে ধর্মতলামুখী একটি সরকারি বাস ডেপুটি মেয়রের গাড়িতে ধাক্কা মারে। সামনের সিটে বসেছিলেন অতীন। গাড়িটিরও সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। গাড়িতে থাকা তাঁর চালক এবং দেহরক্ষীরও কোনও ক্ষতি হয়নি। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগকে দুর্ঘটনার কথা জানানো হয়েছে। অতীন অবশ্য পুরসভার বাজেট অধিবেশনে যোগ দিতে চলে যান।

দুর্ঘটনা প্রসঙ্গে ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও ঈশ্বরের কৃপায় আমি ঠিক আছি। ঘটনাস্থলের কাছেই বাসস্টপ আছে। সেই কারণে আমার ড্রাইভার গাড়িটি ডানদিকে ঘোরাচ্ছিল। আচমকা ওই বাসটি এসে আমার গাড়িতে ধাক্কা মারে। বাজেট অধিবেশনে যোগ দেওয়ার তাড়া ছিল। পুলিশের কাছে আমি কোনও অভিযোগ দায়ের করিনি। পুলিশ যদি স্বতঃপ্রণোদিত হয়ে কোনও ব্যবস্থা নেয় সেটা নিতে পারে। সূত্রের খবর, কলকাতা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে।