• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গবেষণার নিরিখে পূর্ব ভারতে সেরা কলকাতা মেডিক্যাল, স্বীকৃতি দিল কেন্দ্রীয় সংস্থা

এই হাসপাতালকে ১.২৫ কোটি টাকার অনুদান দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

কলকাতা মেডিক্যাল কলেজ। ফাইল চিত্র।

গবেষণার নিরিখে পূর্ব ভারতের মধ্যে সেরার স্বীকৃতি পেল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। রাজ্যের এই হাসপাতালকে সেরার তকমা দিল কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর (দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ)। এই হাসপাতালকে ১.২৫ কোটি টাকার অনুদান দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, গবেষণায় ভালো ফলের জন্য ১ কোটি ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজে গবেষণার কাজের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই গবেষণা আইসিএমআর এবং কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল যৌথভাবে করবে বলে জানা গিয়েছে।

Advertisement

গত বছর মোট কতগুলি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, সেই গবেষণাপত্রগুলি কোথায় কোথায় প্রকাশিত হয়েছে এবং কত জন চিকিৎসক এই সব গবেষণায় অংশগ্রহণ করেছেন — এই ক’টি মানদণ্ডের উপরেই বিভিন্ন হাসপাতালকে বিবেচনা করা হয়েছে। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, মূলত গত বছরের গবেষণার কাজের জন্যই কলকাতা মেডিক্যাল কলেজকে স্বীকৃতি দিয়েছে আইসিএমআর। সারা ভারতে কলকাতা মেডিক্যাল কলেজ ৭০ শতাংশ নম্বর পেয়েছে। যা এ রাজ্যে তো বটেই, গোটা পূর্ব ভারতের মধ্যে সবথেকে বেশি নম্বর। এ বিষয়ে কলকাতা মেডিক্যালের সুপার অঞ্জন অধিকারী বলেন, ‘ভাল গবেষণা করেছি। তাই এই স্বীকৃতি। আগামী দিনে আমাদের আরও ভালোভাবে কাজ করতে হবে।’

Advertisement

Advertisement