এলাকা দখলকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে উত্তপ্ত হয়ে উঠল তপসিয়া এলাকা। এই ঘটনায় জখম হয়েছেন ২ জন। স্থানীয়দের অভিযোগ, রবিবার রাতে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে এলাকা দখলকে কেন্দ্র করে শুরু হয় বচসা। এরপর রেললাইন থেকে পাথর তুলে এনে দুই গোষ্ঠীর লোকজন একে অপরের দিকে ছোঁড়া শুরু করে। এমনকী বোমাবাজির মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ। এই ঘটনার সঙ্গে জড়িত ২৫ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই ঘটনায় ফতেমা খাতুন ও মহম্মদ রোহিত নামে দুই জন জখম হয়েছেন। তাঁরা ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ইতিমধ্যেই তপসিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। এলাকায় বোমাবাজি হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবারের সংঘর্ষের পরে সোমবার এলাকা একেবারে থমথমে ও নিস্তব্ধ হয়ে রয়েছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
Advertisement
Advertisement
Advertisement



